আজ খবর (বাংলা), জুরিখ, সুইজারল্যান্ড, ২৮/০৫/২০২১ : বিশ্ব ফুটবলের নিরিখে কোন দেশ কোন অবস্থানে আছে তার কর্ম তালিকা আগামী ১২ই আগস্ট প্রকাশ করবে ফিফা। তবে তার আগে পর্যন্ত যে দেশ যে অবস্থানে ছিল, সেই অবস্থানেই আপাতত থাকছে, একমাত্র বাহরিন এগিয়েছে এক পয়েন্ট।
বিগত এক বছর ধরে বিশ্বের প্রায় সব ফুটবল মাঠের উত্তেজনার পারদ এতটুকু চড়তে দেয়নি করোনা ভাইরাস। করোনা মহামারীর মোকাবিলায় বিশ্বজোড়া লক ডাউন পালন করা হয়েছে দীর্ঘদিন ধরে। যার জেরে ফুটবল খেলা হয়েছে খুব কম, যতগুলো ম্যাচ হয়েছে, তার মধ্যে বেশিরভাগ ম্যাচ হয়েছে দর্শকশূন্য স্টেডিয়ামে। গত এক বছর ধরে খুব কম ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল যেখানে স্টেডিয়ামে দর্শক ছিল।
এমতাবস্থায় ফুটবল নিয়ে ফুটবল খেলিয়ে দেশগুলির মধ্যে উত্তেজনা ছিল অনেকটাই কম। তবে এবার ফিফা যেহেতু বিভিন্ন দেশগুলির ক্রমতালিকা প্রকাশ করতে চলেছে, তা নিয়ে কিছুটা উত্তেজনা তৈরি হয়েছে বৈকি ! বিশ্বের প্রথম ৫০টি ফুটবল খেলিয়ে দেশগুলির সর্বশেষ যে ক্রমতালিকা ছিল, তা এখনো পর্যন্ত অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছে ফিফা কর্তৃপক্ষ। এই তালিকায় বেলজিয়াম, ব্রাজিল, আর্জেন্টিনারা শীর্ষেই রয়েছে।
এর মধ্যে বাহারিন বনাম ইউক্রেনের একটি প্রীতি ম্যাচ হয়েছিল, সেই ম্যাচটি ১-১ ড্র হয়েছিল। ফিফা জানিয়েছে বাহারিন ১ পয়েন্ট উত্তরণ করে ক্রমতালিকায় ৯৮ নম্বরে রয়েছে। কিন্তু ফুটবল খেলা যে দেশে ব্যাপক জনপ্রিয়, সেই ভারতের স্থান ফিফার ক্রমতালিকায় রয়েছে ১০৫ নম্বরে। ইউক্রেন কিছুটা নেমে গিয়ে রয়েছে ২৪ নম্বরে। সার্বিয়ার সাথে তাদের ব্যবধান কমেছে। প্রসঙ্গত উল্লেখ্য, ফিফার ক্রমতালিকায় মোট ২১০টি ফুটবল খেলিয়ে দেশের নাম রয়েছে।