তারাতলায় দুর্ঘটনায় আশঙ্কাজনক বাইক আরোহী - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


তারাতলায় দুর্ঘটনায় আশঙ্কাজনক বাইক আরোহী

Share This

 

তারাতলায় দুর্ঘটনায় আশঙ্কাজনক বাইক আরোহী

আজ খবর (বাংলা), তারাতালা , কলকাতা, পশ্চিমবঙ্গ, ০৯/০৫/২০২১ : আজ কলকাতার তারাতলায় একটি  বাইক দুর্ঘটনায় পড়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে এক ব্যক্তিকে ভর্তি করা হয়েছে। এদিকে বেহালা অঞ্চলে আজ ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে বলে খাবার পাওয়া যাচ্ছে।

তারাতলার দুর্ঘটনার খবর যেমনটা জানা যাচ্ছে, এক ব্যক্তি বাইক নিয়ে গার্ডেনরিচ থেকে তারাতলার দিকে যাচ্ছিযেন,  সেই সময় জিনজিরা বাজার মোড়ে একটি ইঁট  বোঝাই লরি ওভারটেক করে ওই বাইক আরোহীকে ধাক্কা মারে এবং লরিটি রাস্তার মাঝখানে উল্টে যায়। বাইক নিয়ে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত লাগে বাইক আরোহীর। সেখানকার স্থানীয় মানুষ ওই ব্যক্তিকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় বেহালার বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যায়। ঘটনাস্থলে তারাতলা থানার পুলিশ এসে হাজির হয়েছে। ইঁট বোঝাই লরির চালক পলাতক। লরি এবং বাইক দুটোকেই পুলিশ আটক করেছে।

এদিকে আজ শহর  কলকাতায় বেলা বাড়তেই আকাশের মুখ ভার  হতে শুরু করেছিল।  প্রত্যাশা অনুযায়ী বেলা বাড়তেই ব্যাপক বৃষ্টি নামে কলকাতা জুড়ে।  এই বৃষ্টিকে অনেকেই প্রচন্ড গরম থেকে স্বস্তির বৃষ্টি বলতে শুরু করেছেন। বৃষ্টির পর শহরের তাপমাত্রা অনেকটাই কমে এসেছে।  আজ বেহালার বিভিন্ন জায়গায় শিলাবৃষ্টি হতে দেখা গিয়েছে। বেহালার সখেরবাজার এলাকায় বড় বড় শিল পড়তে দেখা গিয়েছে।

রিপোর্ট : জয় গুহ 

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages