গণনায় প্রাথমিকভাবে এগিয়ে আছে জোড়া ফুল শিবিরই - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


গণনায় প্রাথমিকভাবে এগিয়ে আছে জোড়া ফুল শিবিরই

Share This

গণনায় প্রাথমিকভাবে এগিয়ে আছে জোড়া ফুল শিবিরই


আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, ০২/০৫/২০২১ : ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের গণনার প্রাথমিক কয়েকটি রাউন্ডে কে এগিয়ে আছেন তার তালিকা প্রকাশিত হয়ে গিয়েছে।

এই মুহূর্তে ২৯২টি আসনের মধ্যে তৃণমূল এগিয়ে আছে ১৮৬টিতে এবং বিজেপি এগিয়ে আছে ৯০টিতে। সংযুক্ত মোর্চা এগিয়ে আছে মাত্র ১টি আসনে। 

এগিয়ে আছেন -  শুভেন্দু অধিকারী - নন্দীগ্রাম, বিজেপি। শীলভদ্র দত্ত -  খড়দহ, বিজেপি। অদিতি মুন্সি - রাজারহাট গোপালপুর, তৃণমূল। তাপস বন্দ্যোপাধ্যায় -  অশোক নগর, সংযুক্ত মোর্চা। সাধন পাণ্ডে - মানিকতলা, তৃণমূল। ব্রাত্য বসু - দমদম, তৃণমূ। চিরঞ্জিত - বারাসাত, তৃণমূল। বেচারাম মান্না - সিঙ্গুর, তৃণমূল। ফিরহাদ হাকিম - কলকাতা বন্দর, তৃণমূল। অগ্নিমিত্রা পিল - আসানসোল দক্ষিণ, বিজেপি। দেববার্ট মজুমদার - যাদবপুর, তৃণমূল। জিতেন্দ্র তেওয়ারি - পাণ্ডবেশ্বর, বিজেপি। রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় - কাটোয়া, তৃণমূল। সুব্রত মুখোপাধ্যায় - বালিগঞ্জ, তৃণমূল। এরূপ ধারা - চন্দ্রকোনা, তৃণমূল। হীরণ  - খড়্গপুর, বিজেপি। নিশীথ প্রামানিক - দিনহাটা, বিজেপি। নির্মল মাজি - উলুবেড়িয়া উত্তর, তৃণমূল। কাঞ্চন মল্লিক - উত্তরপাড়া, তৃণমূল। মিহির গোস্বামী - নাতাবাড়ি, বিজেপি।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages