আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, 21/05/2021 : রাজ্যের 4 হেভিওয়েট নেতাকে আর জেলে থাকতে হচ্ছে না। তাঁদেরকে শর্ত সাপেক্ষে বাড়িতেই থাকতে দেওয়া হচ্ছে। হাইকোর্টের এই চার নেতাকেই আপাতত গৃহবন্দী হয়ে থাকতে হচ্ছে।
নারদ কাণ্ডে চার্জশিট দেওয়ার দিনেই রাজ্যের 4 হেভিওয়েট নেতা সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম, মদন মিত্র ও শোভন চ্যাটার্জিকে তাঁদের বাড়ি থেকে গ্রেপ্তার করেছিল সিবিআই। এর পর নিম্ন আদালত প্রাথমিকভাবে তাঁদের জামিন দিলেও হাইকোর্ট সেই জামিনের ওপর স্থগিতাদেশ দিয়েছিল।
মামলা গড়িয়েছিল হাইকোর্ট এর ডিভিশনাল বেঞ্চে । সেখানেই আজ দুই বিচারপতির মধ্যে মতানৈক্য দেখা যায়। এই জন্যেই এই মামলা আজ পাঠানো হচ্ছে 3 বিচারপতির লার্জার বেঞ্চে। এবার 3 বিচারপতির বেঞ্চ এই মামলা শুনবে । কিন্তু তত দিন এই চার নেতা নিজেদের বাড়িতে গৃহবন্দী হয়ে থাকবেন। যদিও সেই রায়ের কপিও এখনো পাওয়া যায় নি। তবে গৃহবন্দী থাকলেও ফিরহাদ হাকিম ও সুব্রত মুখোপাধ্যায় মন্ত্রী হিসেবে ভার্চুযালি নিজেদের কাজ চালিয়ে যেতে পারবেন।