আগামীকাল থেকে রাজ্যে 14 দিনের লকডাউন - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


আগামীকাল থেকে রাজ্যে 14 দিনের লকডাউন

Share This

আগামীকাল থেকে রাজ্যে 14 দিনের লকডাউন


আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, 15/05/2021 : করোনা ভাইরাসের চেইন ভঙ্গ করতে শেষ পর্যন্ত রাজ্য সরকারকে লক ডাউনের পথেই চলতে হল। আগামীকাল সকাল থেকেই রাজ্যে 14 দিনের লক ডাউন ঘোষনা করা হল। যদিও একে সম্পূর্ণ লক ডাউন বলা যায় না, কেননা রোজই ঘন্টা তিনেকের জন্যে বাজার খোলা থাতে চলেছে।

লক ডাউনের ক্ষেত্রে বেশ কিছু শর্ত জুড়ে দেওয়া হয়েছে, যাতে লক ডাউন এর উদ্দেশ্য পুরণ হয়, আবার সাধারন মানুষের অসুবিধাও না হয়। দেখে নেওয়া যাক লক ডাউন নিয়ে সরকারী নির্দেশনামায় কি বলা হয়েছে -

আগামীকাল অর্থাৎ 16 তারিখ থেকে আগামী 14 দিনের জন্যে লক ডাউন ঘোষনা করেছে রাজ্য সরকার। এই 14 দিন রাজ্যের সমস্ত স্কুল, কলেজ এবং অঙ্গনওয়ারি কেন্দ্রগুলি বন্ধ থাকবে। 

সমস্ত সরকারী ও বেসরকারি অফিসগুলি বন্ধ থাকবে। অত্যাবশ্যকীয় পণ্য খোলা থাকবে। হং ডেলিভারি খোলা থাকবে । শপিং কমপ্লেক্স, রেস্তরাঁ, জিম, সেলুন, মল, সুইমিং পুল সব বন্ধ থাকবে। 

প্রতিদিন বাজার খোলা থাকবে সকাল 7টা থেকে 10টা পর্যন্ত। মিষ্টি ও মাংসের দোকান খোলা থাকবে সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত। ওষুধ এবং চশমার দোকান অবশ্য সারাদিন খোলা থাকবে । সব উদ্যান এবং চিড়িয়াখানা বন্ধ থাকবে। 

মেট্রো রেল, লোকাল ট্রেন,  বাস বন্ধ থাকবে। এমার্জেন্সি দরকারে প্রাইভেট গাড়িকে অনুমতি দেওয়া হতে পারে। মেডিকেল ও খবর ছাড়া পণ্য পরিবহন বন্ধ থাকবে।

রাজনৈতিক, সাংস্কৃতিক, ধর্মীয় বা অন্য্ কোনো কারনে কোথাও জমায়েত করা চলবে না। মেডিকেল উত্পাদন, প্যাকেজিং ও খাদ্য উত্পাদন ছাড়া সব ম্যানুফ্যাকচারিং সেক্টর বন্ধ থাকবে।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages