আজ দেশের ৪ রাজ্য ও ১ কেন্দ্র সাহিত অঞ্চলে ভোট শুরু হয়েছে - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


আজ দেশের ৪ রাজ্য ও ১ কেন্দ্র সাহিত অঞ্চলে ভোট শুরু হয়েছে

Share This

আজ দেশের ৪ রাজ্য ও ১ কেন্দ্র  সাহিত অঞ্চলে ভোট শুরু হয়েছে


আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ভারত, ০৬/০৪/০২০২১ : দেশের খবর ভোটগ্রহণ পর্ব শুরু হয়েছে তামিলনাড়ু, কেরালা এবং পুদুচেরিতেও।

চা বাগানের রাজ্য আসামে রয়েছে মোট ১২৬টি বিধানসভা কেন্দ্র। এর মধ্যে প্রথম দফায় ৪৭টি, দ্বিতীয় দফায় ৩৯টি এবং বাকি ৪০টি বিধানসভা কেন্দ্রে আজ ভোট গ্রহণ করা হবে। আজ অন্তিম পর্যায়ের ভোটে মোট প্রার্থীর সংখ্যা ৩৩৭,  যার মধ্যে রাজ্যের মন্ত্রী তথা বিজেপি নেতা হেমন্ত বিশ্বশর্মাও আছেন। তিনি দাঁড়িয়েছেন জালুকবাড়ি বিধানসভা কেন্দ্র থেকে। ৩৩৭ জন প্রার্থীর মধ্যে পুরুষ প্রার্থীর সংখ্যা ৩২৫ জন এবং মহিলা প্রার্থীর সংখ্যা ১২; আসামের পশ্চিম গুয়াহাটি কেন্দ্রে ভোট প্রার্থীর সংখ্যা সবচেয়ে বেশি, সেখানে ভোটে দাঁড়িয়েছেন ১৫ জন, এবং সবচেয়ে কম ভোট প্রার্থী রয়েছে বোকো বিধানসভা কেন্দ্রে, সেখানে ভোটপ্রার্থীর সংখ্যা মাত্র ৩;

আজ তামিলনাড়ুতে ভোট গ্রহণ পর্ব শুরু হয়েছে। এই রাজ্যে ৩৮টি জেলায় মোট ২৩৪টি বিধানসভা কেন্দ্র আছে।তামিলনাড়ুতে মোট প্রার্থী সংখ্যা ৩,৯৯৮; আজ সকাল ৭টা  নাগাদ তামিলনাড়ুতে ভোট গ্রহণ করা শুরু হয়েছে। আজ সকালেই নিজের ভোট দিয়ে আসেন প্রখ্যাত অভিনেতা তথা মাক্কাল নিধি মৈরাম দলীয় প্রধান কমল হাসান। তিনি এবার কোয়েম্বাটোর দক্ষিণ বিধানসভা থেকে ভোটে লড়ছেন। আজ সকালে কমল হাসানের দুই অভিনেত্রী কন্যা শ্রুতি হাসান এবং অক্ষরা হাসানকেও তাঁদের ভোট দিতে দেখা গিয়েছে। আজ সকালে স্টেলা মারিস অঞ্চলে হাজার বাত্তি বিধানসভা কেন্দ্রে নিজের ভোট দিয়ে এসেছেন আরও এক সুপারস্টার রজনীকান্ত।

আজ কেরালা রাজ্যেও ভোট রয়েছে। আরব সাগরের ধারের এই রাজ্যে মোট আসন সংখ্যা ১৪০টি। আজ এক দফাতেই ভোট করা হচ্ছে এখানে। এখানে এবার লড়াই মূলত ত্রিমুখী। একদিকে রয়েছে লেফট ডেমোক্রেটিক ফ্রন্ট (LDF), অন্যদিকে রয়েছে কংগ্রেস সমর্থিত ইউনাটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (UDF) এবং আর একদিকে রয়েছে বিজেপি সমর্থিত ন্যাশনাল ডেমোক্রেটিক এলায়েন্স (NDA)। কেরালার পালাক্কারে আজ সকাল সকাল ভোট দিতে দেখা গেল মেট্রোম্যান ই শ্রীধরনকে। দেশের মেট্রো রেলের মূল বাস্তুকার শ্রীধরন বিজেপিতে যোগ দিয়েছিলেন এবং তিনি পালাক্কার থেকেই ভোটে লড়াই করছেন বিজেপির হয়ে।

আজ ভোট গ্রহণ করা হচ্ছে পুদুচেরি সহ সংলগ্ন কারাইকাল, মাহে এবং ইয়ানাম  জায়গাগুলিতেও। এখানে মোট ৩০টি বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ করা হচ্ছে। ভোটে লড়াই করছেন মোট ৩২৪ জন প্রার্থী। ভোট উপলক্ষে পুদুচেরিতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দেশের ৪টি রাজ্য এবং ১টি কেন্দ্র শাসিত অঞ্চলে আজ নির্বাচন করা হচ্ছে। সব জায়গাতেই গণনা এবং ফল প্রকাশ করা হবে মে মাসের ২ তারিখে।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages