কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড দিনাজপুর, মৃত ১ - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড দিনাজপুর, মৃত ১

Share This


আজ খবর (বাংলা), করনদিঘি, উত্তর দিনাজপুর, ০৯/০৪/২০২১ : গতকাল আকস্মিক কালবৈশাখীর তাণ্ডবে  লন্ডভন্ড হয়ে গিয়েছে উত্তর এবং দক্ষিণ দিনাজপুরের বেশ কিছু জায়গা। ঝড়ের তাণ্ডবে মৃত ১;

কুমারগঞ্জ ব্লকে বিধ্বংসী কালবৈশাখীর তান্ডবে লণ্ডভণ্ড হয়ে গিয়েছে সব কিছু। যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বন্ধ। বিদ্যুতের বেশিরভাগ পোল উপড়ে গিয়েছে। কয়েকশো বাড়ি ভেঙে তছনছ অবস্থা হয়েছে।ইতিমধ্যেই খবর মিলছে ইন্দিরা আবাসের ঘর চাপা পরে মৃত্যু হয়েছে এক আদিবাসী মহিলার এবং মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন তাঁর স্বামীও। যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করতে এখনো এগিয়ে আসেনি প্রশাসন। এই মুহূর্তে গ্রামবাসীরা নিজ উদ্যোগে পরিষেবা স্বাভাবিক করতে দল বেঁধে পথে নেমেছে। গতকাল রাত্রি থেকেই উদ্ধার কাজে নামেন কুমারগঞ্জ বিধানসভার বিজেপি প্রার্থী মানস সরকার ও তাঁর অনুগামীরা।

উওর দিনাজপুর জেলার করণদিঘী ব্লকের, দোমহনা, ভুলকি, সাবধান, পাচপীর সহ করণদিঘী ব্লকের বিভিন্ন জায়গায় রাতে ঝড়ে ক্ষতিগ্রস্ত বেশ কিছু বাড়িঘর, ভেঙ্গে পড়েছে গাছপালা, বিদ্যুৎ  খুটি সহ তার ছিড়ে পড়ছে, রাতে ঝড় কমলে খোঁজ খবর নিতে শুরু করেন করণদিঘী তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম পাল।  সকাল বেলা ঘুম থেকে উঠেই বেড়িয়ে পড়েন করণদিঘী ব্লকের ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকার লোকজন সাথে কথা বলেন এবং তাদের প্রয়োজনীয় ত্রাণ সামগ্রীর  জন্য প্রশাসন আধিকারিকদের সাথে যোগাযোগ করেন। তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম পাল বলেন, "সামনেই পয়লা বৈশাখ, নববর্ষ, তার মধ্যেই ঝড়ে ক্ষতিগ্রস্ত বেশ কিছু বাড়ি, করণদিঘী মানুষের পাশে রয়েছি খোঁজ খবর নিয়ে বাড়িতে বাড়িতে যাচ্ছি আমি নিজে।" ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবার লোকজন বলেন, "গৌতম পাল এসেছিলেন, আমাদের ঘরবাড়ি দেখে গেলেন প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন।" (দেখুন ভিডিও)

রিপোর্ট : স্বপন ও কমল কুমার বিশ্বাস 

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages