দ্রুত বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, গত ২৪ ঘন্টায় আক্রান্ত প্রায় ১ লক্ষ মানুষ - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


দ্রুত বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, গত ২৪ ঘন্টায় আক্রান্ত প্রায় ১ লক্ষ মানুষ

Share This

দ্রুত বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, গত ২৪ ঘন্টায় আক্রান্ত প্রায় ১ লক্ষ মানুষ


আজ খবর (বাংলা), নতুন দিল্লী ,ভারত, ০৬/০৪/২০২১ :  দেখতে দেখতে করোনা ভাইরাসে দৈনিক আক্রান্তের সংখ্যা এক লক্ষের কাছে পৌঁছে গেল। গত ২৪ ঘন্টায় দেশে মোট ৯৬,৯৮২ জন নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে।  

দেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, "দেশে এখনো পর্যন্ত মোট ১,২৬,৮৬,০৪৯ জন মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘন্টায় মোট ৯৬,৯৮২ জন মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘন্টায় ৪৪৬ জন মানুষের প্রাণ কেড়ে নিয়েছে করোনা ভাইরাস। সেইসঙ্গে এখনো পর্যন্ত এই রোগে আক্রান্ত হয়ে আমাদের দেশে মোট ১,৬৫,৫৪৭ জন মানুষ মারা গিয়েছেন। এই মুহূর্তে দেশের বিভিন্ন হাসপাতালগুলিতে মোট ৭,৮৮,২২৩ জন মানুষ করোনার চিকিৎসা করাচ্ছেন। "

স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, গতকাল মোট ৫০,১৪৩ জন মানুষ সম্পূর্ণ সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। সেইসঙ্গে ও রোগ থেকে চিকিৎসার পর সুস্থ হয়ে ওঠার সংখ্যা হল ১,১৭,৩২,২৭৯। ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিকেল রিসার্চ (ICMR) জানিয়েছে গত কাল মোট ১২,১১,৬১২ জনের নমুনা টেস্ট করা হয়েছে। এখনো পর্যন্ত দেশে মোট ২৫,০২,৩১,২৬৯ জনের নমুনা টেস্ট করা হয়েছে। গোটা দেশে এখনো পর্যন্ত মোট ৮,৩১,১০,৯২৬ জনকে করোনা ভাইরাসের প্রতিষেধক দেওয়া হয়েছে। 

এই মুহূর্তে যে হারে লাফিয়ে লাফিয়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে তা যথেষ্ট চিন্তায় ফেলেছে দেশবাসীকে। এদিকে মহারাষ্ট্রের পর দিল্লীতেও শুরু করা হল নাইট কার্ফু। কিন্তু যেভাবে এই ভাইরাস তার থাবা চওড়া করে চলেছে, তাতে ভোট মিটে গেলে  আবার হয়ত লক ডাউনের পথে হাঁটতে হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন দেশবাসী। যদিও এই বিষয়ে কেন্দ্র সরকারের তরফ থেকে কোনো ইঙ্গিত এখনো পাওয়া যায় নি।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages