চতুর্থ দফায় ভোট পড়ল ৭৬.১৬% - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


চতুর্থ দফায় ভোট পড়ল ৭৬.১৬%

Share This

চতুর্থ দফায় ভোট পড়ল ৭৬.১৬%
আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, ১০/০৪/২০২১ : চতুর্থ দফার ভোট মিটল কোথাও শান্তিতে আবার কোথাও ঘোরতর অশান্তিতে। চতুর্থ দফার ভোটের বলি ৫ জন। 

রাজ্যে চতুর্থ দফার ভোট পড়েছে ৭৬.১৬ % বলে জানিয়েছে নির্বাচন কমিশন। কোচবিহার, আলিপুরদুয়ার, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া ও হুগলির মোট ৪৪টি বিধানসভা কেন্দ্রে আজ নির্বাচন সম্পন্ন করা হল।  আজ মোট ৩৭৩ জন ভোটপ্রার্থীর ভাগ্য বন্দী হয়ে রইল ইভিএম মেশিনে। এঁদের মধ্যে ৩২৩ জন ছিলেন পুরুষ এবং ৫০ জন ছিলেন মহিলা প্রার্থী। 

ভোটের ফল প্রকাশ করা হবে মে মাসের ২ তারিখে।পশ্চিমবঙ্গের জেলাগুলির নিরিখে কোচবিহার জেলাতেই এখনো পর্যন্ত সবচেয়ে বেশি ভোট পড়েছে। আবার বিধানসভা কেন্দ্রের নিরিখে সবচেয়ে বেশি ভোট পাচ্ছে ভাঙ্গর কেন্দ্রে। রাজ্যের নির্বাচন কমিশন জানিয়েছে আজ চতুর্থ দফায় মোট ৬৮৬০টি জায়গায় নির্বাচন কেন্দ্র বা বুথ ছিল মোট ১৫৯৪০ টি। কোচবিহার জেলার শীতলকুচি ছাড়া রাজ্যের অন্যত্র মোটামুটি শান্তিতে মিটেছে ভোটপর্ব।



Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages