আজ খবর (বাংলা), অনন্তনাগ, জম্মু ও কাশ্মীর, ০৭/০৪/২০২১ : জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় অভিযান চালিয়ে লুকোন জায়গা থেকে বিপুল পরিমাণ কাশির ওষুধ উদ্ধার করল পুলিশ।
অনন্তনাগ জেলার পুলিশ প্রথমে দুজন সন্দেহভাজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাতে শুরু করেছিল, ওই সময় ধৃতদের হেফাজত থেকে ১৫টি কোডিন কাফ সিরাপের বোতল পাওয়া গিয়েছিল। অনেকেই জানেন যে, এই কাফ সিরাপ দিয়ে নেশা করা হয়। ধৃতদেরকে জেরা করে এরপর পুলিশ একটি বাড়ির মাটির তলায় গোপন কক্ষ থেকে মোট ১,৭১৫ বোতল কোডিন সিরাপের বোতল উদ্ধার করে নিয়ে আসে।
আজ সকালে দুই সন্দেহভাজনকে আটক করে জেরা করতে শুরু করে কাশ্মীর জোন পুলিশ, তারপর তাদের জেরা থেকেই গোপন আস্তানার কথা জানা যায়। এরপর পুলিশ অনন্তনাগের তুলখান বিজবেহেরা নামের একটি জায়গায় একটি বাড়ির মাটির তলায় গোপন কক্ষের সন্ধান পায়। সেখানে হানা দিয়েই এই বিপুল পরিমাণ কোডিন কাফ সিরাপের হদিশ পাওয়া যায়। ধৃত দুজনকেই গ্রেপ্তার করেছে পুলিশ। ওই এলাকায় আরও কয়েকটি জায়গায় তল্লাশি চালানো হচ্ছে বলে জানতে পৰ গিয়েছে।
Loading...