স্লীলতাহানির ঘটনায় সিআরপিএফ জওয়ানের বিরুদ্ধে কমিশনে তৃণমূল - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


স্লীলতাহানির ঘটনায় সিআরপিএফ জওয়ানের বিরুদ্ধে কমিশনে তৃণমূল

Share This

স্লীলতাহানির ঘটনায় সিআরপিএফ জওয়ানের বিরুদ্ধে কমিশনে তৃণমূল


আজ খবর (বাংলা) কলকাতা, পশ্চিমবঙ্গ, ০৭/০৪/২০২১ : নির্বাচন কমিশনে সিআরপিএফ জাওয়ানরে বিরুদ্ধে শ্লীলতাহানির লিখিত অভিযোগ করলেন তৃণমূল নেতা ডেরেক ও ব্রায়ান।

গতকাল তৃতীয় দফার ভোটে রাজ্যে দুই মহিলা প্রার্থীকে হেনস্থা হতে দেখেছেন রাজ্যবাসী। বিজেপির পাপিয়া অধিকারী এবং তৃণমূলের সুজাতা মন্ডল খাঁকে আক্রান্ত হতে হয়েছে গতকাল। তৃণমূল নেত্রী মমতা  বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনীর অসহযোগিতা নিয়ে প্রতিবাদে মুখর হয়েছেন। এমনকি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের একাংশ বিজেপির হয়ে প্রচার করছে এবং পদ্মফুলে ছাপ দিতে বলছেন এমন অভিযোগও তৃণমূল করেছে। 

এবার সিআরপিএফ যায়নি ব্বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনলেন তৃণমূল নেতা ডেরেক  ও ব্রায়ান। অভিযুক্তের বিরুদ্ধে তদন্ত করে তাঁর কঠোর শাস্তি চেয়েছেন তিনি। তৃণমূল নেতা ডেরেক  ও ব্রায়ান বলেছেন, "এবারে ভোটে এই ঘটনা সত্যিই হৃদয় বিদারক। তৃতীয় দফার ভোটের দিন ওই জওয়ানকে আইন শৃঙ্খলা রাখা করার কাজে নিয়োগ করা হয়েছিল তারকেশ্বরে। কিন্তু ওই জওয়ান এক নাবালিকা স্কুল ছাত্রীর শ্লীলতাহানি করেছে। গতকাল ভোট শুরু হওয়ার সময় রামনগর প্রাইমারি স্কুল চত্বরে এই ঘটনা ঘটেছে।" 

ওই নাবালিকাকে শ্লীলতাহানির ঘটনায় আজ অভিযুক্ত জওয়ানের বিরুদ্ধে তারকেশ্বর থানায় একটি এফআইআর জমা করা হয়েছে। তৃণমূলের তরফ থেকে ও ন্যাক্কারজনক ঘটনার বিহিত চেয়ে প্রতিবাদ জানানো হয়েছে।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages