২য় দফায় ৩০টি আসনেই জিতব, এবার ভোটে মমতা বনাম জনতা : কৈলাস বিজয়বর্গীয় - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


২য় দফায় ৩০টি আসনেই জিতব, এবার ভোটে মমতা বনাম জনতা : কৈলাস বিজয়বর্গীয়

Share This

 

২য় দফায় ৩০টি আসনেই জিতব, এবার ভোটে মমতা বনাম জনতা : কৈলাস বিজয়বর্গীয়

আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, ০২/০৪/২০২১ : পশ্চিমবঙ্গের দ্বিতীয় দফার ভোটে ৩০টি বিধানসভাকেন্দ্রের মধ্যে ৩০টি আসনেই বিজেপি জয়লাভ করবে বলে দাবী করলেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়।

রাজ্যের প্রথম দফার ভোটে খুব কম করে হলেও ২৬টি আসনে তাঁরা জয়লাভ করবেন বলে  জানিয়েছিলেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। এবার দ্বিতীয় দফার ভোটেও ৩০টি আসনের মধ্যে ৩০টি আসনেই পদ্মফুল ফুটবে বলে দাবী করলেন বিজেপির রাজ্য পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। তিনি বলেন, এবার যেভাবে শান্তিপূর্ণভাবে ভোট করা হয়েছে, তা পশ্চিমবঙ্গের গত ৫০ বছরের ইতিহাসে ঘটেনি। রাজ্যের ৯০% বুথে  মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পেরেছেন।  কয়েকটি বুথ ছাড়া বেশিরভাগ বুথেই সাধারণ মানুষ ভয়ডরহীনভাবে ভোট দিতে পেরেছেন। আগে ভোটের সময় এই রাজ্যে গুন্ডারা বুথ দখল করত, ছাপ্পা ভোট দিত, রিগিং করত। কিন্তু এখন সে সব ইতিহাস হয়ে গিয়েছে।"

কৈলাস বিজয়বর্গীয় বলেন, "আমি নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় বাহিনীকে ধন্যবাদ জানাতে চাই। তাঁরা এবার যেভাবে গোটা নির্বাচনকে নিয়ন্ত্রণ করেছেন, তাতে পশ্চিমবঙ্গে গণতন্ত্রকে রক্ষা করা গিয়েছে। গতকাল যা ভোট হয়েছে, তাতে আমি মনে করছি ৩০টির মধ্যে ৩০টি আসনেই আমরা জয়লাভ করব।"

মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই অভিযোগ করেছেন যে, কেন্দ্রীয় বাহিনী বিজেপিকে সাহায্য করছে। তৃণমূল নেতা ডেরেক ও ব্রায়ান অভিযোগ করেছিলেন বিজেপি বুথ দখল করেছে। এই প্রসঙ্গে কৈলাস বিজয়বর্গীয় বলেন, "আমার মনে হয় এগুলোই পরাজয়ের চিহ্ন, ওঁরা সম্ভবত বুঝে গিয়েছেন যে, ওঁরা হারতে চলেছেন। মানুষ আর ওঁদের সাথে নেই। এবার নির্বাচনে লড়াইটা হয়েছে মমতা বনাম জনতা। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কেন্দ্রে যেখানেই গিয়েছেন, সেখানেই মানুষ তাঁকে 'জয় শ্রীরাম' স্লোগান দিয়েছেন। সব জায়গাতেই ইটা হয়েছে। শুধুমাত্র একটি বিশেষ সম্প্রদায়ের কিছু লোক এখনও পর্যন্ত তাঁর সাথে রয়েছেন।"

কিন্তু ভোটের দিনেই নরেন্দ্র মোদী রাজ্যে ভোটের প্রচার করতে এসেছেন বলে মমতা যে অভিযোগ করেছেন ? কৈলাস বিজয়বর্গীয় বলেন, "দেখুন মমতাজী খুব স্মার্ট, কিন্তু উনি কিছুই না জানার ভাণ করছেন। যেখানে যেখানে ভোট চলছে, সেইসব জায়গায় প্রচার করতে রাজনৈতিক নেতারা যেতে পারেন না, কিন্তু যেখানে ভোট নেই, সেখানে কেন কেউ প্রচারে যেতে পারবেন না ? এতো আগেও বহুবার হয়েছে !"

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages