আগামীকাল শেষ দফার ভোট রাজ্যে, সতর্কতা তুঙ্গে - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


আগামীকাল শেষ দফার ভোট রাজ্যে, সতর্কতা তুঙ্গে

Share This

আগামীকাল শেষ দফার ভোট রাজ্যে, সতর্কতা তুঙ্গে


আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, ২৮/০৪/২০২১ :  আগামীকাল পশ্চিমবঙ্গে আট দফার বিধানসভা নির্বাচনের মহারণের অন্তিম লড়াইয়ের সাক্ষী থাকবে রাজ্যবাসী। 

আগামী কাল রাজ্যে বিধানসভা নির্বাচনের অষ্টম এবং শেষ দফার ভোটের লড়াই শুরু হবে সকাল সাতটা থেকে। আগামীকাল ৪ রাজ্যে ছড়িয়ে থাকা মোট ৩৫টি বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। এর মধ্যে মালদহে রয়েছে ৬টি, বীরভূমে রয়েছে ১১টি, মুর্শিদাবাদে রয়েছে ১১টি এবং উত্তর কলকাতায় আছে ৭টি বিধানসভা কেন্দ্র। আগামীকাল ২৮৩ জন প্রার্থীর ভাগ্য ইভিএম বন্দী হয়ে যাবে। যার মধ্যে ৩৫  জন মহিলা প্রার্থী আছেন।

আগামীকাল ভোটে ৩৫টি আসনেই থাকছে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস পার্টির প্রার্থীরা। এছাড়া কংগ্রেস, বাম দল এবং আইএসএফ-এর সংযুক্ত মোর্চা থেকেও ৩৫টি আসনে প্রার্থী দেওয়া হয়েছে। সংযুক্ত মোর্চার মধ্যে কংগ্রেসের প্রার্থী থাকছেন ১৯ জন, সিপিআইএম-এর ১০ জন, আরএসপির ১ জন, ফরোয়ার্ড ব্লকের ৩ জন এবং আইএসএফ-এর ৪ জন প্রার্থী ভোট ময়দানে লড়াই করবেন। আগামীকালের রাজনীতির ময়দানে বহুজন সমাজবাদী পার্টির ২৪ জন প্রার্থী ভাগ্যের অন্বেষনে লড়াইয়ের ময়দানে নামছেন। আগামীকালই ভোটদান পর্ব প্রায় মিটে যাচ্ছে, ভোট গণনা করা হবে আগামী ২রা মে তারিখে, ভোটের ফল প্রকাশও করা হবে ওই দিনেই।

আগামীকালের ভোট নিয়ে নির্বাচন কমিশন যথেষ্ট কড়া মনোভাব গ্রহণ করেছে। থাকছে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনীও। আগামীকাল রাজ্যের যে সব জেলায় ভোট গ্রহণ করা হবে, তার মধ্যে মালদহ, মুর্শিদাবাদ এবং বীরভূমে রয়েছে প্রচুর স্পর্শকাতর অঞ্চল। এইসব অঞ্চলে সুষ্ঠু ও অবাধে ভোট করানোর বিষয়টি বেশ বড়সড় চ্যালেঞ্জ রয়েছে নির্বাচন কমিশনের কাছে। শুধু তাই নয়, করোনা আবহে সব রকম স্বাস্থ্যবিধি মেনে যাতে অবাধে ভোট করানো যায়, সেই দিকে  কড়া  নজর রেখেছে নির্বাচন কমিশন। 

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages