পাহাড়ের জন্যে বিজেপি কিছুই করে নি, ভোট চায় কিভাবে ? : বিমল গুরুং - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


পাহাড়ের জন্যে বিজেপি কিছুই করে নি, ভোট চায় কিভাবে ? : বিমল গুরুং

Share This

পাহাড়ের জন্যে বিজেপি কিছুই করে নি, ভোট চায় কিভাবে ? : বিমল গুরুং


আজ খবর (বাংলা), দার্জিলিং, পশ্চিমবঙ্গ, ১৭/০৪/২০২১ : আজ রাজ্যে পঞ্চম দফার ভোট গ্রহণ চলছে। আজ দার্জিলিং পাহাড়ে বসে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন  গোর্খা জনমুক্তি মোর্চার নেতা বিমল গুরুং।

গোর্খা জনমুক্তি মোর্চা নেতা বিমল গুরুং বলেন, "পশ্চিমবাংলায় বিজেপির প্রতি মানুষের কোনো সমর্থন নেই। বিজেপি পাহাড়ের মানুষের জন্যে কিছুই করে নি। পাহাড়ের গ্রাউন্ড জিরোতেও বিজেপির ওপর মানুষের কোনো ভরসা নেই। কিভাবে ওরা সরকার গঠনের কথা বলতে পারে ? গুলি চালিয়ে, গুন্ডামি করে হিংসা করে তো আর রাজনীতি হয় না।রাজনীতিকে আরও সরলীকৃত করা উচিত।" 

বিমল গুরুং আরও অভিযোগ করে বলেছেন, "আমি গত ১৫ বছর ধরে বিজেপিকে সমর্থন করে এসেছি। তার ফলে আমার সম্প্রদায় কি পেয়েছে ? নরেন্দ্র মোদীই আমাকে একটা বিষয়ে কথা দিয়েছিলেন, তারপর অন্তত ৬-৭ বছর কেটে গিয়েছে, অথচ তিনি এখনো পর্যন্ত তাঁর কথা রাখেন নি।"

পঞ্চম দফায় আজ রাজ্যে মোট ৪৫টি বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণের কাজ চলছে। ৪৫টি বিধানসভাকেন্দ্রের মধ্যে ১৩টি কেন্দ্র রয়েছে উত্তরবঙ্গে। তার মধ্যে আবার ৫টি কেন্দ্র রয়েছে দার্জিলিং-এ। কালিম্পঙ-এ রয়েছে একটি এবং জলপাইগুড়িতে রয়েছে ৭টি। আজকের ভোট পর্ব মিটে গেলেও আরও ৩ দফার ভোট বাকি থেকে যাচ্ছে পশ্চিমবঙ্গে। এদিকে রাজ্যে ভোটের উত্তাপ যত বাড়ছে, ততই রাজ্যে কোরোনার প্রকোপ বেড়ে চলছে। যে বিষয়টি নিয়ে চিন্তিত প্রশাসন, এমনকি নির্বাচন কমিশনও চিন্তায় আছে।

পঞ্চম দফার নির্বাচনে সকাল সাড়ে এগারোটা পর্যন্ত রাজ্যে ভোট পড়েছে ৩৬.০২% বলে জানা গিয়েছে নির্বাচন কমিশন সূত্রে।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages