কোনোক্রমে গোল শোধ করে ভারতের কাছে হার বাঁচাল আর্জেন্টিনা - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


কোনোক্রমে গোল শোধ করে ভারতের কাছে হার বাঁচাল আর্জেন্টিনা

Share This

কোনোক্রমে গোল শোধ করে ভারতের কাছে হার বাঁচাল আর্জেন্টিনা


আজ খবর (বাংলা), বুয়েন্স আয়ার্স, আর্জেন্টিনা, ০৮/০৪/২০২১ : হকিতে প্রথম প্র্যাকটিস ম্যাচে ভারতের কাছে ৩-৪ গোলে হারার পর এবার দুর্দান্ত খেলে ভারতের সাথে  ৪-৪ গোলে ড্র করল হকি অলিম্পিক চ্যাম্পিয়ান আর্জেন্টিনা।

গতকাল বুয়েন্স আয়ার্সের সেনার্ড স্টেডিয়ামে ভারত প্রথম থেকেই খেলায় মুহুর্মুহু আক্রমন তুলে নিয়ে পৌঁছে যাচ্ছিল আর্জেন্টিনার গোলের দিকে। বেশ কিছু পাস হয়ে উঠছিল বেশ আক্রমণাত্মক। এই আক্রমনের চাপেই ভারত প্রথম কোয়ার্টারে ৩টি গোল পেয়ে গিয়েছিল। ভারত প্রথম গোলটি পেয়ে গিয়েছিল খেলা শুরুর মাত্র ৭ মিনিটের মাথায়, ফরোয়ার্ড মনদীপ সিং-এর সৌজন্যে ভারত একটি পেনাল্টি কর্নার পেয়ে গিয়েছিল, সেই সূত্রেই ড্র্যাগ ফ্লিকার বরুন সিং প্রথম গোলটি করেন ভারতের হয়ে। 

একটি গোল খেয়ে ব্যাকফুটে চলে যাওয়া আর্জেন্টিনাও ১০ মিনিটের মাথায় একটি পেনাল্টি কর্নার পেয়ে যায়। সেই সূত্রে আর্জেন্টিনার হয়ে প্রথম গোলটি করেন লিয়েন্দ্রো টলিনি, যিনি গত ম্যাচে দুটি গোল পেয়েছিলেন। খেলার ১৩ মিনিটের মাথায় রাজকুমার পালের গোলে ভারত ফের এক গোলে এগিয়ে যায়। তার পরের মিনিটেই আরও একটি পেনাল্টি কর্নার পায় ভারত। এরপর রুপিন্দর সিং-এর অনবদ্য গোল থেকে ভারত ৩-১ গোলে এগিয়ে যা। 

দ্বিতীয় কোয়ার্টারে ২৩ মিনিটের মাথায় লুকাস টস্কানি আর্জেন্টিনার হয়ে একটি গোল পরিশোধ করেন। এই সময় ভারত দারুন আক্রমন তুলে আনলেও গোলের মুখ খুলতে পারছিল না। পরে আর্জেন্টিনা আরো একটি গোল করে খেলায় সমতা ফেরায়। খেলার ৪৪ মিনিটের মাথায় ভারত ফের এক গোলে এগিয়ে গেলেও খেলার ৫৭ মিনিটের মাথায় সেই গোলটিও শোধ করে দেয় আর্জেন্টিনা। খেলার শেষে ফল দাঁড়ায় ৪-৪;

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages