আজ খবর (বাংলা), হুগলি, পশ্চিমবঙ্গ, ০৪/০৪/০২০২১ : পশ্চিমবাংলার পরিস্থিতিকে কাশ্মীরের পরিস্থিতির সাথে তুলনা করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি জানিয়ে দিলেন, "বাংলায় বিজেপি সরকার গড়লে তৃণমূলের গুন্ডাদের সেই অবস্থা করা হবে যে অবস্থা করা হয়েছিল উত্তরপ্রদেশের গুন্ডাদের।"
গতকাল হুগলিতে লকেট চ্যাটার্জির সাথে রোড শো করেছেন যোগী আদিত্যনাথ। রাজ্যের বিধানসভা নির্বাচনে একাধিকবার প্রচারে পশ্চিমবঙ্গে এসেছেন তিনি। যোগী আদিত্যনাথ বলেন, "পশ্চিমবঙ্গে এখন আমরা তৃণমূলের যে গুন্ডাগিরির সাক্ষী থাকছি, তাতে মনে হচ্ছে এখানকার পরিস্থিতি কাশ্মীরের মত হয়ে গিয়েছে। অথচ আজ কাশ্মীরে জঙ্গীদের নয়, বরং উন্নয়নেরই উত্থান হচ্ছে।"
যোগী আদিত্যনাথ বলেন, "ভোটের পর এখানকার গুন্ডাদের হাঁটু গেড়ে বসতে হবে। বাংলায় বিজেপি সরকার গড়লে তৃণমূলের গুন্ডাদের সেই অবস্থাই হবে, যা উত্তরপ্রদেশের গুন্ডাদের করা হয়েছিল। যদি দিদি এরপরেও খারাপ কথা বলতে থাকেন, তাহলে এখানকার নতুন প্রজন্ম তাঁকে সদুত্তর দিয়ে দেবে।" পশ্চিমবঙ্গে তৃতীয় দফার নির্বাচন হতে চলেছে আগামী পরশুদিন অর্থাৎ ৬ তারিখে।