আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ভারত, ০৩/০৪/২০২১ : কেন কংগ্রেসের মত এত বড় একটি রাজনৈতিক দল ভারতের বিভিন্ন রাজ্যে নির্বাচনগুলোতে জিততে পারছে না তার কারন বললেন রাহুল গান্ধী।
গতকাল কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন, "শুধু কংগ্রেসই নয়, নির্বাচনে জিততে পারছে না বহুজন সমাজবাদী পার্টি (BSP) , সমাজবাদী পার্টী, এমনকি ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টিও (NCP) । এর প্রধান কারন হল কেন্দ্রীয় এজেন্সিগুলির পরিকাঠামোকে বিজেপি নিজেদের কব্জায় রেখে দিয়েছে পাইকারি হারে। শুধু তাই নয়, দেশের মিডিয়াগুলিকেও দাবিয়ে রেখেছে বিজেপি।"
হাভার্ড কেনেডি স্কুলের অধ্যাপক তথা প্রাক্তন মার্কিন সচিব নিকোলাস বার্নস-এর সাথে একটি ভার্চুয়াল বৈঠকে গতকাল এই কথাগুলি বলেছিলেন কংগ্রেস নেতা ও সাংসদ রাহুল গান্ধী। তিনি বলেন, " ভোটে জিততে হলে প্রাতিষ্ঠানিক কাঠামো চাই। আমার দরকার ন্যায় বিচারের সুরক্ষা কবচ। আমার সহজলভ্য সংবাদ মাধ্যম চাই। আমার চাই অর্থনৈতিক সমতা। আমার দরকার একটা ভাল রাজনৈতিক দল চালানোর মত সব রকম পরিকাঠামো। আমার কাছে সেগুলো এখন নেই। একটা ফেয়ার পলিটিকাল ফাইট দেওয়ার মত পরিস্থিতি এখানে নেই।"