গতকাল নন্দীগ্রামে বহিরাগত গুন্ডারা বন্দুক নিয়ে এসেছিল : মমতা - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


গতকাল নন্দীগ্রামে বহিরাগত গুন্ডারা বন্দুক নিয়ে এসেছিল : মমতা

Share This

গতকাল নন্দীগ্রামে বহিরাগত গুন্ডারা বন্দুক নিয়ে এসেছিল : মমতা


আজ খবর (বাংলা), আলিপুরদুয়ার, পশ্চিমবঙ্গ, ০২/০৪/২০২১ : বিজেপি কর্মীদের ফের একবার 'গুন্ডা' বললেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  পায়ে আঘাত লাগার কারনে তাঁকে চিকিৎসক কিছুদিন বিশ্রাম নিতে বললেও তিনি বিশ্রাম না নিয়ে প্রচারের কাজে ঘুরে বেড়াচ্ছেন, যাতে রাজনীতির ময়দানে বিজেপি একাই লাঠি না ঘোরাতে পারে। 

মমতা বন্দ্যোপাধ্যায় আজ বলেন, "আপনারা জানতে চান কেন গতকাল আমি নন্দীগ্রাম বয়ালের বুথে গিয়েছিলাম এবং সেখানে গিয়ে বসেছিলাম ? কারন আমার কাছে খবর এসেছিল সেখানে বিজেপির বহিরাগত গুন্ডারা ভীড় করেছে, তাদের কাছে অস্ত্রও ছিল, বন্দুক ছিল ওদের কাছে।  তাই সেখানে গিয়ে আমি বসেছিলাম। ওখানে লোকেরা অন্য্ ভাষায় কথা বলছিল। বিজেপির লোকেরা সব গুন্ডা।" 

মমতা আরও বলেন, "আমরা কেউ চাই না বিজেপিকে। জেনে রাখবেন আমি আপনাদের পাহারাদার। আমার ডাক্তার আমাকে বিশ্রাম নিতে বলেছেন, কিন্তু তা সত্ত্বেও আমি বেরিয়ে এসেছি, কারন আমি চাই না রাজনীতির ময়দানে বিজেপি একা ঘুরে বেড়াক।" 

তৃণমূল পরিচালিত রাজ্য সরকার কিছুদিন আগেই নির্দেশ দিয়েছিল উত্তরবঙ্গের চা বাগান শ্রমিকদের দৈনিক ২০২ টাকা মজুরি দেওয়ার জন্যে। মমতা আজ বলেন, "আলিপুরদুয়ার এমন একটা জায়গা যে, এখানকার সব জায়গা আমার চেনা। আগে এটা  মহকুমা ছিল, আমি আলিপুরদুয়ারকে জেলা বানিয়েছিলাম। এখানকার চা বাগান শ্রমিকদের দৈনিক মজুরি আমি ২০২ টাকা করতে বলেছিলাম। এছাড়াও এই জেলার জন্যে বেশ কয়েকটি উন্নয়ন বোর্ড গড়ে দেওয়া হয়েছে। তাছাড়াও অনেক কাজ করা হয়েছে এই জেলার জন্যে। বিজেপি সরকার বলেছিল চা বাগানগুলিকে নিয়ে একটা পৃথক বোর্ড তারা গড়বে।  কোথায় গেল তাদের সেই বোর্ড ? ওরা শুধুই মিথ্যা আশ্বাস দেয়। নির্বাচনে আমিই জিতব, কিন্তু আমার আরও ১৯৯টা আসনে জিততে হবে। তাই সবার আগে আমাকে আপনারা ভোট দিয়ে জিতিয়ে আনুন।"


Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages