সকাল সাড়ে ৯টা পর্যন্ত ভোট পড়েছে ১৪.৬২% - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


সকাল সাড়ে ৯টা পর্যন্ত ভোট পড়েছে ১৪.৬২%

Share This

সকাল সাড়ে ৯টা পর্যন্ত ভোট পড়েছে ১৪.৬২%


আজ খবর (বাংলা), ক্যানিং, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ, ০৬/০৪/২০২১ : আজ রাজ্যে তৃতীয় দফার ভোটগ্রহণ পর্ব চলছে। আজ সকাল ৭টা থেকে ভোট গ্রহণ শুরু করা হয়েছে, এবং সকাল সাড়ে ৯টা পর্যন্ত ভোট পড়েছে ১৪.৬২%;  

আজ সকালে ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রে তৃণমূলের সাথে আইএসএফ কর্মীদের অশান্তির খবর পাওয়া গেলেও ক্যানিংএর  অন্যান্য বুথের ছবিটা কিন্তু একেবারে অন্যরকম। ক্যানিং এর মৌখালী জুনিয়ার হাই মাদ্রাসা বুথে গিয়ে দেখা গেল ভোটাররা শান্তভাবে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। করোনার জন্যে সব রকম স্বাস্থ্যবিধি এখানে মেনে চলা হচ্ছে। প্রত্যেক ভোটারকে থার্মাল গান দিয়ে পরীক্ষা করা হচ্ছে। ভোটারদের হাতে স্যানিটাইজার এবং কাউকে কাউকে গ্লাভসও  দেওয়া হচ্ছে।

ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্রে এবার ত্রিমুখী লড়াই জমে উঠেছে। এই কেন্দ্রে তৃণমূলের হয়ে ভোটে প্রার্থী হয়েছেন শওকত মোল্লা, বিজেপির হয়ে দাঁড়িয়েছেন কালিপদ নস্কর এবং ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টের হয়ে ভোটে দাঁড়িয়েছেন গাজী সাহাবুদ্দিন সিরাজ। সর্বত্রই কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে কড়া  নিরাপত্তার মধ্যে চলছে ভোট গ্রহণের কাজ; দক্ষিণ ২৪ পরগনায় সকাল সাড়ে ৯টা  পর্যন্ত ভোট পড়েছে ১২.৮১% বলে জানা গিয়েছে।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages