![]() |
তৃণমূলের সাংবাদিক বৈঠক |
আজ খবর (বাংলা), হাওড়া, পশ্চিমবঙ্গ, ০৯/০৪/২০২১ : হাওড়ার বর্তমান পুলিশ সুপার বিজেপির হয়ে কাজ করছেন, আজ এমনই অভিযোগ করা হল জেলা তৃনাম,উলের তরফ থেকে।
আজ ৯ ই এপ্রিল, শুক্রবার বিকালে সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেস হাওড়া গ্রামীণ জেলার পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলনে অনুষ্ঠিত হল মহেশপুর তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন হাওড়া গ্রামীণ জেলার সভাপতি তথা উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রের তৃণমূল প্রার্থী পুলক রায়, জেলার কো অর্ডিনেটর তথা বাগনান বিধানসভা কেন্দ্রের প্রার্থী অরুণাভ সেন, বিশিষ্ট চিকিৎসক তথা উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের তৃণমূল প্রার্থী ডা: নির্মল মাঝি এবং হাওড়া গ্রামীণ জেলার মুখপাত্র ও জেলা যুব সভাপতি তথা আমতা বিধানসভা কেন্দ্রের প্রার্থী সুকান্ত পাল।
সাংবাদিক সম্মেলন থেকে পুলক রায় জানান, "আমাদের নির্বাচন কমিশনের প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস আছে। দয়া করে পুলিশ প্রশাসন যেন নিরপেক্ষ ভাবে কাজ করেন, কারণ হাওড়া জেলার মানুষ শান্তি প্রিয় এবং গণতন্ত্র প্রেমী, কাজেই সাধারণ মানুষের ভোট দান যেন কোনো ভাবেই বাধার সম্মুখীন হতে না হয়।কারণ বর্তমান যিনি এসপি তিনি মনে হয় বিজেপির সভাপতি শূণ্য পদটির হয়ে কাজ চালিয়ে যাচ্ছেন!" আরও কিছু সংযোগ করে তিনি জানান, "আমরা নির্বাচন কমিশনকে এসপির দ্রুত বদলি চাইছি।"
রিপোর্ট : সুরজিৎ আদক