আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, ০৮/০৪/২০২১ : দেশজুড়ে হঠাৎ করেই ব্যাপকভাবে বেড়ে গিয়েছে করোনা ভাইরাসের আক্রমন। আজ করোনা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে ভার্চুয়াল বৈঠকে বসতে পারেন। কিন্তু সেই বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিত থাকার সম্ভাবনা নেই বললেই চলে।
দেশে করোনা ভাইরাসের আক্রমন চূড়ান্ত পর্যায়ে চলে যাচ্ছে। দেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণের পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন দেশের ১ লক্ষ ২৬ হাজার মানুষ। সাম্প্রতিক কালে এই রেকর্ড সংখ্যক মানুষের আক্রান্ত হওয়ার ঘটনায় কেন্দ্র সরকার যথেষ্ট উদ্বিগ্ন হয়ে উঠেছে। এই রকম পরিস্থিতিতে করোনাকে প্রতিহত করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে ভার্চুয়াল বৈঠক করতে চেয়েছেন।
পশ্চিমবঙ্গেও করোনা তার থাবা ছাড়া করে চলেছে প্রত্যেকদিন। তার ওপর এই মুহূর্তে পশ্চিমবঙ্গে চলছে বিধানসভা নির্বাচন। সেই উপলক্ষে পতিদিন এই রাজ্যে চলছে বিভিন্ন রাজনৈতিক দলগুলির প্রচার, জনসভা, রোড শো। যেখানে কাতারে কাতারে মানুষ একত্রিত হচ্ছেন, যেখানে নিজেদের মধ্যে সামাজিক দূরত্ব আদৌ মেনে চলছেন না কেউ। এমনকি মুখে মাস্কও পড়ছেন না বেশিরভাগ মানুষ। মাস্ক পড়লেও তা আবার অনেকের ক্ষেত্রেই ঝুলছে থুতনির নিচে। অনেকেই স্যানিটাইজার ব্যবহার করছেন না। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গেও কোরোনার দাপট বেড়ে চলেছে প্রত্যেকদিন।
আজ করোনা নিয়ে প্রধাণমন্ত্রীর সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল বৈঠক প্রায় অনিশ্চিত। প্রধানমন্ত্রীর সাথে ওই ভার্চুয়াল বৈঠকে মুখ্যমন্ত্রীর বদলে রাজ্যের মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকতে পারেন বলে সূত্র মারফত জানা গিয়েছে।