আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, ২১/০৪/২০২১ : করোনা আক্রান্ত হয়ে আজ কলকাতায় নিজের বাসভবনেই শেষ নিশ্বাস ত্যাগ করলেন সকলের প্রিয় কবি শঙ্খ ঘোষ।
শঙ্খ ঘোষের আসল নাম চিত্তপ্রিয় ঘোষ। তিনি ছিলেন বাঙালির কবি, বাঙালিয়ানার গর্ব। তাঁর প্রথম রচনা ছিল 'দিনগুলি, রাতগুলি'। শঙ্খবাবু প্রচুর কবিতা রচনা করে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করে গিয়েছেন, যার মধ্যে 'বাবরের প্রার্থনা', 'কবির অভিপ্রায়', 'আদিম লতা গুল্মময়', 'ধুম লেগেছে হৃদ কমলে' ইত্যাদি বেশ প্রসিদ্ধি লাভ করেছিল। শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ এবং বিদ্যাসাগর কলেজের তরফ থেকে তিনি ডিলিট পেয়েছিলেন। দেশের অন্যতম সর্বোচ্য সন্মান পদ্মভূষণ পেয়েছিলেন শঙ্খবাবু। এছাড়াও ১৯৯৯ সালে বিশ্বভারতী তাঁকে দিয়েছিল দেশিকোত্তম।
বেশ কয়েকদিন ধরেই করোনা আক্রান্ত ছিলেন কবি শঙ্খ ঘোষ। তাঁর দেহে মৃদু লক্ষণ থাকায় তিনি হোম আইসোলেশন নিয়ে পারিবারিক চিকিৎসকের অধীনেই ছিলেন। তবে তার সাথে ছিল বার্ধক্যজনিত সমস্যাও। আজ সকালে তিনি নিজের বাসভবনেই শেষ নিশ্বাস ত্যাগ করলেন। তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। তাঁর প্রয়াণে রীতিমত ইন্দ্রপতন ঘটল বাংলা সাহিত্য জগতে।