আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, ১০/০৪/২০২১ : রাজ্যে আট দফার ভোট যত এগোচ্ছে, ততই উত্তাপ বাড়ছে রাজনীতির ময়দানে। আজ কোচবিহারে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চার তৃণমূল কর্মীর মৃত্যুর ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবী করল তৃণমূল কংগ্রেস।
কলকাতার তপসিয়ায় তৃণমূল সদর দপ্তরে একটি সাংবাদিক বৈঠকে সাংসদ সৌগত রায় বলেন, "ভোট প্রক্রিয়া বানচাল করতে বিজেপির গুন্ডারা যে আক্রমন করছিল, তাকে প্রতিহত করতেই গ্রামবাসীরা প্রতিরোধ গড়ে তুলেছিলেন, আর সেখানে আজ কেন্দ্রীয় বাহিনী গুলি চালিয়েছে। বিজেপি গুন্ডাদের কেন্দ্রীয় বাহিনী আরও উৎসাহিত করছিল। এই ঘটনার নেপথ্যে আছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবী করছি।"
সৌগত রায় প্রশ্ন তোলেন , "কেন কেন্দ্রীয় বাহিনী গুলি চালালো ? তাদের এত সাহস কোথা থেকে আসে যে, তারা সাধারণ ভোটারদেরকে গুলি করে মারে ? কে তাদের এত সাহস দিয়েছে ? আমরা মনে করি এটা একটা গভীর চক্রান্ত, আর এই চক্রান্তের বাইরে নেই প্রধানমন্ত্রীও। এভাবে ভোটারদেরকে ভয় দেখানো হচ্ছে।" কোচবিহারে সাধারণ ভোটারদের ওপর নির্বিচারে গুলি চালনার ঘটনায় রাজ্যের প্রত্যেকটি জেলায় প্রত্যেকটি ব্লকে তৃণমূল কর্মীরা বিক্ষোভ দেখাবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে দলের তরফ থেকে।
মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল কোচবিহারে এই ঘটনার প্রতিবাদে একটি মিছিল করবেন বলে ঠিক হয়েছে, তিনি মৃত এবং আক্রান্তদের পরিবারের সাথেও দেখা করতে যেতে পারেন। মমতা বলেছেন, "সিআরপিএফ শীতলকুচিতে চারজনকে মেরে ফেলেছে গুলি করে, সকালেও আরও একজনকে মেরে ফেলেছে। কেন্দ্রীয় বাহিনী আমাদের শত্রু নয়, কিন্তু এ ঘটনার পিছনে রয়েছে গভীর ষড়যন্ত্র। যার পিছনে আছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ওরা এত স্পর্ধা পায় কি ভাবে ? বিজেপি এবার ভোটে হেরে যাবে বুঝতে পেরেছে, তাই জন্যেই এবার ভোটের লাইনে দাঁড়ানো সাধারণ ভোটার এবং তৃণমূলের কর্মীদের হত্যা করার ছক করা হয়েছে।"