২ তারিখের পর সব পয়সা উসুল করে বাংলার উন্নয়ন হবে : যোগী আদিত্যনাথ - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


২ তারিখের পর সব পয়সা উসুল করে বাংলার উন্নয়ন হবে : যোগী আদিত্যনাথ

Share This


২ তারিখের পর সব পয়সা উসুল করে বাংলার উন্নয়ন হবে : যোগী আদিত্যনাথ


আজ খবর (বাংলা), মালবাজার, জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ, ০৭/০৪/২০২১ :  আজ উত্তরবঙ্গে মোট তিনটি জনসভা করার কথা আছে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। তার মধ্যে প্রথমটি ইতিমধ্যেই হয়ে গিয়েছে জলপাইগুড়ি জেলার মালবাজারের ভান্ডারী গ্রাউন্ড হেলিপ্যাডে। পরের জনসভাগুলি হবে কার্শিয়াং ও উত্তর দিনাজপুরের কালীগঞ্জে।

মালবাজারের জনসভা থেকে যোগী আদিত্যনাথ আজ বলেন, "একবার উত্তরপ্রদেশের দিকে আপনারা তাকিয়ে দেখুন, কতটা উন্নয়ন হয়েছে সেখানে। বাংলাতেও উন্নয়ন হতে পারে, বাংলাও এগিয়ে যেতে পারে। কিন্তু এখানে ৩৪ বছরের বাম শাসন এবং ১০ বছর ধরে তৃণমূল সরকার বাংলাকে একেবারে পিছনে ঠেলে দিয়েছে। তৃণমূল সরকার গত ১০ বছরে এখানে ভ্রষ্টাচার আর দুর্নীতির পরাকাষ্ঠা গড়ে তুলেছিল। আমি দিদিকে প্রশ্ন করতে চাই, বিজেপি নিয়ে আপনার আপত্তি থাকতেই পারে, বিজেপি নেতাদেরকেও আপনি অপছন্দ করতেই পারেন, কিন্তু 'জয় শ্রীরাম' বললেই কি তাকে জেলের দরজা দেখানো হবে ?"

জসভা থেকে যোগী বলেন, "বাংলার গরীব মানুষকে কেন্দ্র সরকার যে টাকা দেয়, সেই টাকা তৃণমূলের গুন্ডারা খেয়ে নেয়। কিন্তু আপনারা চিন্তা করবেন না, ২ তারিখের পর প্রত্যেকটা পয়সা উসুল করে সেই টাকা লাগানো হবে বাংলার উন্নয়নে। এই রাজ্যে কেন্দ্র আত্মনির্ভর ভারত, প্রধানমন্ত্রী কিষান সন্মান নিধি প্রকল্পের টাকা পেতে দেন না দিদি। এখানে চা বাগান কর্মীদেরকেও বঞ্চিত করা হয়েছে দীর্ঘদিন ধরে। অন্যান্য জায়গায় যখন চা বাগান শ্রমিকদের দৈনিক ৩৫০ টাকা করে মজুরি পাচ্ছেন, তখন এই রাজ্যে ২০০ টাকা করেও পাচ্ছেন না। কেন এখানে চা বাগান শ্রমিকরা ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হচ্ছেন ? এই ব্যাপারে বামেরাও কোনো উদ্যোগ দেখায় নি, কংগ্রেসও দেখায় নি, তৃণমূলও কোনো উদ্যোগ নেয় নি। কিন্তু বিজেপি যা বলে তা করে দেখায়। বিজেপি এই রাজ্যে সরকার গঠন করে উন্নয়ন করে দেখাবে। প্রত্যেক মানুষের অধিকার রক্ষা করবে। প্রধানমন্ত্রী মোদী আপনাদের এই অধিকার দেবে।"



 



Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages