আসামে শক্তিশালী ভূমিকম্পে ছড়িয়েছে আতঙ্ক - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


আসামে শক্তিশালী ভূমিকম্পে ছড়িয়েছে আতঙ্ক

Share This

 

আসামে শক্তিশালী ভূমিকম্পে ছড়িয়েছে আতঙ্ক

আজ খবর (বাংলা), গুয়াহাটি, আসাম, ২৮/০৪/২০২১ : আজ বেশ বড়সড় ভূমিকম্পের ঝটকা দেখল আসামের মানুষ। ভূমিকম্প হতেই বহু মানুষকে ঘরবাড়ি ছেড়ে খোলা জায়গায় আশ্রয় নিতে দেখা যায়।

আজ সকাল ৭:৫১ মিনিট নাগাদ আসামের মাটি কেঁপে ওঠে ভূমিকম্পের জেরে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৪;  আজকের ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আসামের তেজপুর থেকে ৪৩ কিলোমিটার পশ্চিমে, এবং ভূপৃষ্ঠ থেকে ১৭ কিলোমিটার গভীরে। সাত সকালেই আসামের বিভিন্ন জায়গায় ভূমিকম্প শুরু হতেই রীতিমত আতঙ্কিত হয়ে উঠতে দেখা যায় সাধারণ মানুষকে।

ভূমিকম্পের পরে আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল আসামের বিভিন্ন জেলাগুলি থেকে ক্ষয়ক্ষতির রিপোর্ট নিতে শুরু করেছেন। তিনি আসামবাসীকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। ভূমিকম্পের পর আফটার শকের কোন সম্ভাবনা আছে কি না, তা অবশ্য এখনো পর্যন্ত জানা যায় নি। 

আসামে একদিকে করোনা মহামারীর দাপট, অন্যদিকে শক্তিশালী ভূমিকম্প, এই সঙ্কটময় পরিস্থিতিতে আসামবাসীকে প্রার্থনা ও শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। তিনি একটি টুইট বার্তায় লিখেছেন, "আসামের প্রিয় ভাই ও বোনেরা, করোনা এবং ভূমিকম্পের যুগল আক্রমণেও আপনারা যেভাবে সতর্ক থেকেছেন, তার অন্য আমি আপনাদেরকে প্রার্থনা এবং শুভেচ্ছা জানাচ্ছি। ভাল থাকুন।"

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages