আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, ০৬/০৪/২০২১ : পশ্চিমবঙ্গে আজ তৃতীয় দফার ভোট শুরু হল। এদিকে তৃতীয় দফার ভোটের আগেই বিজেপি থেকে বেশ কয়েকজন নেতা তৃণমূলে যোগ দিলেন।
আজ রাজ্যে তৃতীয় দফার ভোট শুরু হয়েছে। হুগলির ৮টি, হাওড়ার ৭টি এবং দক্ষিণ ২৪ পরগনার ১৬টি অর্থাৎ, মোট ৩১টি মোট বিধানসভা কেন্দ্রে আজ ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু করা হয়েছে। আজ মোট ২০৫ জন প্রার্থীর ভাগ্য ইভিএম বন্দী হয়ে থাকবে, এর মধ্যে ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রে প্রার্থীর সংখ্যা সবচেয়ে বেশি, সেখানে প্রার্থীর সংখ্যা ১১; এর আগে রাজ্যে দুই দফার ভোট গ্রহণ করা হয়েছিল গত মাসের ২৭ তারিখে এবং চলতি মাসের ১ তারিখে। আজ তৃতীয় দফার ভোট গ্রহণ করা হচ্ছে, এরপর চতুর্থ দফার ভোট গ্রহণ করা হবে আগামী ১০ তারিখে। রাজ্যে মোট ৮ দফায় ভোট নেওয়া হবে এবং ফলাফল প্রকাশিত হবে মে মাসের ২ তারিখে।
তৃতীয় দফার ভোট গ্রহণের আগেই কয়েকজন বিজেপি নেতা গতকাল তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। এঁরা হলেন প্রিয়াংশু পাণ্ডে, রবি সিং, সুরজিৎ বিশ্বাস এবং আকাশ মাল্লা। এঁদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন মন্ত্রী পূর্ণেন্দু বসু এবং সাংসদ দোলা সেন। মন্ত্রী পূর্ণেন্দু বসু বলেন, "রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজ করেছেন, সেই কাজের ওপর আস্থা রেখেই এঁরা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন। আমরা এঁদেরকে তৃণমূলে স্বাগত জানাচ্ছি। তৃণমূল হল সমুদ্রের মত।রাজ্যে তৃণমূল কংগ্রেসই যে আবার সরকার গঠন করবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই।"
যাঁরা বিজেপি ছেড়ে জোড়া ফুল শিবিরে যোগ দিলেন তাঁদের মধ্যে প্রিয়াংশু পাণ্ডে রাজ্য বিজেপি যুব মোর্চার সদস্য ছিলেন। রবি সিং ব্যারাকপুরের বিজেপি জেলা কমিটির সদস্য ছিলেন। সুরজিৎ ব্যারাকপুর অঞ্চলের বিজেপি সিডিউল কাস্ট কমিটির ভাইস প্রেসিডেন্ট ছিলেন এবং আকাশ মাল্লা বিজেপির ট্রেড ইউনিয়ান কাউন্সিলের ব্যারাকপুর শাখার সম্পাদক ছিলেন। আজ এই চারজনই তৃণমূলে যোগ দিলেন।