চামোলিতে ফের হিমবাহ বিস্ফোরণ, নামলো সেনা, উদ্ধার ২৯১ - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


চামোলিতে ফের হিমবাহ বিস্ফোরণ, নামলো সেনা, উদ্ধার ২৯১

Share This

চামোলিতে ফের হিমবাহ বিস্ফোরণ, নামলো সেনা,  উদ্ধার ২৯১
নীতি উপত্যকায় নেমে আসছে তুষারধ্বস 


আজ খবর (বাংলা), চামোলি, উত্তরাখন্ড, ২৪/০৪/২০২১ :  গতকাল উত্তরাখণ্ডে চামোলি জেলার নীতি উপত্যকায় সুমনা অঞ্চলে বিশালাকার হিমবাহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই খবরটিকে নিশ্চিত করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তীরথ  সিং রাওয়াত।

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তীরথ সিং রাওয়াত জানিয়েছেন, "নীতি উপত্যকায় সুমনা অঞ্চলে বড়সড় একটি হিমবাহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।  আমি প্ৰশাসমের তরফ থেকে সব রকম সতর্কতা জারি করেছি এবং প্রতি মুহূর্তে খবর আমাকে দিতে বলেছি। জেলা প্রশাসন এবং বিআরও  যথেষ্ট তৎপর রয়েছে সেখানে। বিস্তারিত আরও খবর আমার কাছে এসে পৌঁছাচ্ছে। অবাঞ্ছিত কোনো ঘটনা যাতে ঘটে না যায়, সেই কারনে ওই এলাকায় এনটিপিসি এবং অন্যান্য প্রকল্পের কাজ বন্ধ রাখতে বলেছি।"

চামোলি জেলার যে জায়গায় এই হিমবাহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে, সেই জায়গাটি ভারত-তিব্বত আন্তর্জাতিক সীমান্তের খুব কাছেই অবস্থিত হওয়ায়  স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ওই ঘটনার বিষয়ে বারবার তদ্বির করছেন বলে জানা গিয়েছে। গত ফেব্রুয়ারি মাসে চামোলি জেলার যোশীমঠে এভাবেই একটি হিমবাহ বিস্ফোরণের ঘটনা ঘটেছিল, যে ঘটনায় ব্যাপকভাবে প্লাবিত হয়ে অনেক কিছুই ভাসিয়ে নিয়ে চলে গিয়েছিল ধৌলি গঙ্গা নদী। ওই ঘটনায় ৫০ জন মানুষের মৃতদেহ উদ্ধার করা হয়েছিল, শতাধীক মানুষ নিখোঁজ হয়ে গিয়েছিলেন। বহু গবাদি পশুর প্রাণ গিয়েছিল।

শেষ পাওয়া খবর অনুযায়ী নীতি উপত্যকায় হিমবাহ বিস্ফোরণের ঘটনায় উদ্ধারকার্যে সেনা নামানো হয়েছে। সেনাবাহিনী রীতিমত যুদ্ধকালীন পরিস্থিতিতে এখনো পর্যন্ত মোট ২৯১ জনকে নিরাপদে উদ্ধার করে নিয়ে এসেছে বলে জানা গিয়েছে। উদ্ধাৰকাৰ্য্য এখনও  চলছে। উদ্ধারকার্যে নেমেছে আইটিবিপিও (Indo-Tibet Border Police). কিন্তু এর মধ্যেই গোটা এলাকাতেই তুষারপাত শুরু হয়েছে, যার ফলে উদ্ধারকাজ কিছুটা হলেও ব্যাহত হয়েছে। 

উদ্ধারকার্যে ব্যস্ত জওয়ানরা 

এরমধ্যেই আবার ওই এলাকায় নতুন করে তুষার ধ্বস নামে, সেই তুষারধ্বসে চাপা পরে যায় বিআরও'র (Border Roads Organisation) একটি শিবির। প্রথমে খবর আসে, তুষার ধ্বসে নিখোঁজ হয়ে গিয়েছেন ৫৫ বিআরও কর্মী। গতকাল রাতের মধ্যেই তাঁদেরকে উদ্ধারে করে হাসপাতালে পাঠানো হয়েছে। কিন্তু ততক্ষনে জানা যায়, ওই ৫৫ জন ছাড়াও সেখানে ছিলেন আরও ১৫০ জন গ্রিফ (General Reserve Engineer Force) কর্মী। শেষমেশ গতকাল গভীর রাতেই সকলকে নিরাপদে উদ্ধার করে এনেছেন সেনাবাহিনীর জওয়ানরা। হিমবাহ বিস্ফোরণের ঘটনায় চামোলি জেলায় ঠিক কতটা ক্ষয়ক্ষতি হল তার হিসেবে এখনো পাওয়া যায় নি।

আজ খবর : আপডেট : শেষ পাওয়া খবর অনুযায়ী চামোলির নীতি উপত্যকা থেকে মোট ৩৮৪ জনকে  এখনো পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়েছে, যাঁদের মধ্যে অন্তত ৬ জনের অবস্থা বেশ সঙ্কটজনক রয়েছে বলে জানানো হয়েছে। ঘটনাস্থলে উদ্ধাৰকাৰ্য্য এখনও  চালিয়ে যাওয়া হচ্ছে।


Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages