আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, ১২/০৪/২০২১ : প্ররোচনামূলক বক্তব্য রাখার জন্যে আজ রাত্রি আটটা থেকে আগামীকাল রাত্রি আটটা পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভায় নিষেধাজ্ঞা জারি করল নির্বাচন কমিশন।
ইতিমধ্যেই একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায়কে নোটিশ পাঠিয়েছে নির্বাচন কমিশন। তাঁর বিভিন্ন জনসভায় দেওয়া বক্তব্য রাজ্যের আইনশৃঙ্খলার অবনতি করছে বলে মনে করছে নির্বাচন কমিশন। মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্বাচন কমিশনের তরফ থেকে সতর্ক করে বলা হয়েছিল যাতে তিনি এমন কোনো বক্তব্য তাঁর জনসভায় না রাখেন যাতে আইনশৃঙ্খলার অবনতি হয়। এর আগে গত ৭ এবং ৮ তারিখে মমতাকে দুটি নোটিশ পাঠিয়েছিল নির্বাচন কমিশন।
তারপরেও গত ৯ তারিখে তৃণমূল নেত্রী তাঁর জনসভায় বলেছিলেন যাতে সংখ্যালঘু ভোট অন্য্ রাজনৈতিক দলে ভাগ না হয়ে যায়। তিনি বলেছিলেন, "আমি আমার সংখ্যালঘু ভাই বোনেদের একটা অনুরোধ করছি, কোনো এক ডেভিল (শয়তান)এর কথা শুনে সংখ্যালঘু ভোট যেন ভাগ না হয়ে যায়। এই লোকটা বিজেপির থেকে টাকা নিয়েছে। এর আগে এই লোকটা হিন্দু মুসলিম নিয়ে অনেক সাম্প্রদায়িক মন্তব্য করেছিল।মাথায় রাখবেন, যদি বিজেপি এখানে সরকার গড়ে তাহলে আপনারা ভয়ঙ্কর বিপদে পড়ে যাবেন।"
গত ৭ তারিখের জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বাহিনীকে ঘেরাও করার নিদান দিয়েছিলেন। তিনি বলেছিলেন , "যদি ওরা (কেন্দ্রীয় বাহিনী) বিরক্ত করতে আসে, তাহলে মা বোনেরা একটা দল বেঁধে ওদের ঘেরাও করে রাখবে আর একটা দল গিয়ে ভোটটা দিয়ে আসবে। "
রাজ্যে পঞ্চম দফার ভোট রয়েছে আগামী ১৭ তারিখে। তার আগে ২৪ ঘণ্টার জন্যে মমতাকে জনসভা করা থেকে বিরত থাকার নির্দেশ দিল নির্বাচন কমিশন। আজ রাত্রি আটটা থেকে আগামীকাল রাত্রি আটটা পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় কোনো জনসভা করতে পারবেন না। তিনি কোনোরকম প্রচারেও অংশগ্রহণ করতে পারবেন না। তৃণমূলের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আগামীকাল রাত্রি সাড়ে আটটায় তৃণমূল প্রার্থী গৌতম দেবের হয়ে প্রচার করবেন মমতা। নির্বাচন কমিশনের এই নির্দেশের বিরুদ্ধে কলকাতার গান্ধী মূর্তির পাদদেশে তিনি ধরণায় বসবেন।