আজ রাজ্যের ৪ জায়্গায় ৪ রোড শো অমিত শাহের, অন্য রোড শোয়ে যোগী - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


আজ রাজ্যের ৪ জায়্গায় ৪ রোড শো অমিত শাহের, অন্য রোড শোয়ে যোগী

Share This

আজ রাজ্যের ৪ জায়্গায় ৪ রোড  শো অমিত শাহের, অন্য রোড  শোয়ে যোগী


আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ। ০৭/০৪/২০২১ : প্রচন্ড গরমকে উপেক্ষা করেই আজ রাজ্যে মোট চারটি রোড  শো করবেন স্বারষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রোড  শো করবেন যোগী আদিত্যনাথও। 

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ রাজ্যে যে চারটি জায়গায় রোড  শো করবেন তার মধ্যে প্রথমটি বেলা ১২টার সময় হবে সিঙ্গুরে। রোড শো শুরু হবে দুলেপাড়া মোড় থেকে, শেষ হবে সিঙ্গুর থানায়। দ্বিতীয় রোড  শো অনুষ্ঠিত হবে ডোমজুড়ে  দুপুর দেড়টা নাগাদ। এই রোড শো শুরু হবে জগদীশপুর হাট থেকে, শেষ হবে কোনা মোড়ে। অমিত শাহের তৃতীয় রোড  শো করা হবে হাওড়া মধ্য বিধানসভা কেন্দ্রে দুপুর ৩টে নাগাদ, যেটি শুরু হবে অলকা সিনেমা থেকে এবং শেষ হবে মল্লিক ফটকে এসে।  শেষ রোড  শোয়ে তিনি অংশ নেবেন ৪:৪৫ মিনিট নাগাদ। শেষ  রোড  শো করা হবে বেহালা পূর্ব কেন্দ্রে। এই রোড  শো শুরু হবে বেহালা চৌরাস্তা থেকে, শেষ হবে অজ্ঞতা সিনেমার সামনে এসে। 

ভোটারদের উদ্দেশ্যে অমিত শাহ বার্তা দেন, "একমাত্র বলিষ্ঠ রাজনৈতিক দলই পশ্চিমবঙ্গকে আত্মনির্ভর করে তুলতে পারবে। একমাত্র  ভাল নেতৃত্বই এই রাজ্যে শান্তি, প্রগতি এবং উন্নয়নকে সুপ্রতিষ্ঠিত করতে পারবে। তাই ভেবেচিন্তে ভোট দিন, বিপুল সংখ্যার মানুষ ভোট দিন এবং পশ্চিমবঙ্গের সত্যিকারের উন্নয়নের শরীক হয়ে থাকুন।"

আজ রাজ্যে মোট তিনটি রোড  শো করবেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও।  প্রথম রোড  শো অনুষ্ঠিত হবে ১১টা নাগাদ জলপাইগুড়ির মালবাজারে। দ্বিতীয়টি অনুষ্ঠিত হবে দেড়টা নাগাদ কার্শিয়াং পাহাড়ে এবং তৃতীয়টি দুপুর ৩টে নাগাদ দিনাজপুরের কালীগঞ্জে। আজ রাজ্যে বেশ কিছু রোড শোয়ে অংশ নেবেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীও। 

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages