হত্যা আর অত্যাচারের হিসেবে আপনাকে দিতেই হবে : নরেন্দ্র মোদী - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


হত্যা আর অত্যাচারের হিসেবে আপনাকে দিতেই হবে : নরেন্দ্র মোদী

Share This

হত্যা আর অত্যাচারের হিসেবে আপনাকে দিতেই হবে : নরেন্দ্র মোদী


আজ খবর (বাংলা), মথুরাপুর, উত্তর ২৪ পরগনা, ০১/০৪/২০২১ :  আজ নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফের একবার বাংলায়। উত্তর ২৪ পরগনার মথুরাপুরে জনসভা থেকে মোদী বাংলায় ডাবল ইঞ্জিন সরকার গড়ার ওপরেই বেশি জোর দেন। তিনি ঘোষণা করে দেন, আসল পরিবর্তন শুরু হতে আর মাত্র এক মাস অপেক্ষা করতে হবে।"

মথুরাপুরের জনসভা থেকে নরেন্দ্র মোদী তৃণমূল কংগ্রেস তথা মমতা বন্দ্যোপাধ্যায়কে এক হাত নিয়েছেন। তিনি বলেন, "দিদি আপনি সব সময় সবাইকে ধমক দিয়ে চলেছেন, আর এখন বলছেন কূল ! তৃণমূল বাংলার কূল  নয়, তৃণমূল হল বাংলার শূল। রাজ্যের এত ভাই বোনেদের হত্যার হিসেব আপনাকে দিতেই হবে। এত রক্তের খেলা, এত অত্যাচারের খেলা চলবে না। বাংলার সাথে আপনি বিষ্যবাসঘাতকতা করেছেন। যদি রাজনীতি করে কাউকে খুশী করতে চান, তাহলে করুন। আমাকে গালি দিতে চাইছেন, দিন। কিন্তু বাংলার মানুষকে গালি দিতে দেব না।"

বহিরাগত ইস্যু নিয়ে মোদী বলেন, "যেভাবে আপনি বিহার আর উত্তর প্রদেশের মানুষকে আক্রমন করছেন, তার অনুমোদন দেশের সংবিধান আপনাকে দেয় না। এভাবে সংবিধানের অপমান করবেন না। দিদি ভুলে গেছেন এই সংবিধানের নামেই শপথ নিয়ে তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন। কিছুদিন আগেই আমি বাংলাদেশে গিয়েছিলাম। সেখানে আমি যশোরেশ্বরী মন্দিরে গিয়ে পুজো দিয়েছিলাম, ওড়াকান্দিতে মতুয়া মন্দিরে গিয়েছিলাম। তৃণমূলের তরফ থেকে এই ব্যাপারে আপত্তি জানানো হয়েছে। আমি তাঁদেরকে জিজ্ঞাসা করতে চাই, মা কালির পুজো করে কি অন্যায় ? শ্রী হরিচাঁদ ঠাকুরকে প্রণাম করা কি অন্যায় ?"

মোদী বলেন, "আপনারা দেখেছেন, আম্ফাণের পর আপনাদেরকে সাহায্য না করে এরা (তৃণমূল) আপনাদেরকেই লুঠে নিয়েছিল। এই লুন্ঠনেরই আর এক নাম 'খেলা হবে'। আপনারা জেনে রাখুন, বিজেপির জন্যেই বাংলা শিক্ষা, শিল্প এবং উন্নয়নের মাঠ হয়ে উঠবে। পশ্চিমবঙ্গে এখন কাটমানি ছাড়া আর কিছু নেই। আমি আজ বলে রাখছি, আপনারা মে মাসের ৩ তারিখে মিলিয়ে দেখে নেবেন, বিধানসভা নির্বাচনে জিতে বিজেপি সরকার গড়েই এখানকার কৃষকদের পিএম কিষান নিধি প্রকল্পে বকেয়া সহ সব টাকা প্রদান করবে। এই রাজ্যে বিজেপি সরকার আর মাত্র এক মাস দূরে। এই সময়টুকু আপনাদের অপেক্ষা করতে হবে। বাংলা যা চাইছে, তা আজ করে দেখিয়ে দিল নন্দীগ্রাম। চতুর্দিকে শুধুই বিজেপি আর বিজেপি।"

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages