আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, ০৯/০৪/২০২১ : আগামী কাল রাজ্যে চুতুর্থ দফার ভোট রয়েছে আর তার আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা বলয়ের বিশেষ অফিসারকে সরিয়ে নিল নির্বাচন কমিশন।
রাজ্যের চতুর্থ দফার ভোটের আগের দিনেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ সিকিউরিটি অফিসার অশোক চক্রবর্তীকে সরিয়ে নিল নির্বাচন কমিশন। এসপি পদমর্যাদার অফিসার অশোক চক্রবর্তী এখন এক্স ক্যাডার পোস্টের অফিসার অন স্পেশ্যাল ডিউটির দায়িত্বে রয়েছেন। আজ নির্বাচন কমিশন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডিউটি থেকে তাঁকে সরিয়ে নিয়েছে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত ২৮শে মার্চ এবং ৭ই এপ্রিল কেন্দ্রীয় বাহিনীকে দোষারোপ করে প্রকাশ্যে বক্তব্য রেখেছিলেন। মমতা কেন্দ্রীয় বাহিনীর নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছেন একাধিকবার। মমতা অভিযোগ তুলেছিলেন যে, নিরাপত্তা বাহিনী বিজেপির হয়ে কাজ করছে। এমনকি তিনি মহিলাদেরকে বলেছিলেন, "কেন্দ্রীয় বাহিনী এইসব করতে এলে তাঁদেরকে ঘেরাও করে রাখবেন।" মমতা মুসলিম ভোট যাতে অন্য্ রাজনৈতিক দলে ভাগ না হয়ে যায়, সেই ব্যাপারেও গত ৩ তারিখে তাঁর জনসভা থেকে কিছু মন্তব্য করেছিলেন। দিন কয়েক আগে মমতাকে নির্বাচন কমিশন নির্বাচনী বিধি ভঙ্গের কারনে শোকজ করেছিল। আজ মমতাকে আরও একবার শোকজ করা হল, নির্বাচনী বিধি ভঙ্গ করায় তাঁকে আগামীকালের মধ্যে শো কজের জবাব দিতে বলা হয়েছে।