আজ খবর (বাংলা), বর্ধমান, পশ্চিমবঙ্গ, ১২২/০৪/২০২১ : বর্ধমানের তালিতসাই স্টেডিয়ামে একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বললেন, "এবারের নির্বাচনে দিদি ক্লিন বোল্ড হয়ে গেছেন, আর চার ছক্কা হাঁকিয়ে বিজেপি সেঞ্চুরি করে ফেলেছে।"
জনসভায় বক্তব্য রাখতে গিয়ে নরেন্দ্র মোদী বলেন, "আমি অবাক হয়ে যাচ্ছি, কোথা থেকে দিদি (মমতা বন্দ্যোপাধ্যায়) এত তিক্ততা পাচ্ছেন ? দিদির এই তিক্ততা, রাগ এবং হতাশা দিন কে দিন বেড়েই যাচ্ছে। এর কারন হল, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ তৃণমূলকে ক্লিন বোল্ড আউট করে দিয়েছে। আর বিগত দফাগুলিতে ভোটের দিন সাধারণ মানুষ এত চার ছক্কা হাঁকিয়েছে যে, বিজেপি সেঞ্চুরি করে ফেলেছে।"
মোদী বলেন, "যারা এতদিন আপনাদেরকে খেলা হবে বলেছিল, সাধারণ মানুষ এখন তাদেরকে নিয়ে খেলতে শুরু করে দিয়েছে। সেই খেলায় নন্দীগ্রাম এবং রাজ্যের সাধারণ মানুষ দিদিকে ক্লিন বোল্ড করে দিয়েছে। এবার দিদির সব পরিকল্পনাগুলোকে সাধারণ মানুষ ভেস্তে দিয়েছে। দিদি এখন দলের অধিনায়কত্ব ছেড়ে দিতে চাইছেন, আর সেই অধিনায়কত্ব তিনি এবার ভাইপোর হাতে তুলে দিতে চাইছেন। কিন্তু রাজ্যের সাধারণ মানুষ তাঁর এই বিশেষ 'খেলা' ধরে ফেলেছে। এবার দিদির গোটা টিমকেই মাঠের বাইরে করে দিতে চাইছে জনগণ। উনি জানেন কংগ্রেস এবং বামেরা চলে গিয়েছে, ওরা আর ফেরেনি।আর কোনোদিন হয়ত ফিরবেও না। এবার দিদির পালা।"
নরেন্দ্র মোদী আজ তাঁর জনসভায় বলেন, "দিদি গত ১০ বছর ধরে 'মা, মাটি, মানুষ'-এর নামে সরকার চালিয়েছেন, অথচ এখন যে সব জনসভা উনি করছেন, সেইসব জনসভাগুলো থেকে উনি নিজেই 'মা, মাটি, মানুষে'র বদলে 'মোদী, মোদী, মোদী' করে যাচ্ছেন। দিদির অনুরাগীরা বলছেন যারা বিজেপিকে ভোট দিয়েছেন, তাঁদেরকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। তাঁদের এই ধরনের কথাবার্তাকে কি আপনারা সমর্থন করেন ? এই ধরনের কথা তাঁদের মুখে মানায় ? কোথা থেকে তাঁর অনুরাগীদের এত ঔদ্ধত্য আসে ?"
মোদী বলেন, "দিদি, ও দিদি, আপনি যদি একটু রাগ কমাতে চান, তাহলে দেখুন আমি এখানে আছি। আমাকে যত খুশী গালাগালি দিন। কিন্তু বাংলার ঐতিহ্য এবং সংস্কৃতিকে গালমন্দ করবেন না। বাংলা আপনার এই ঔদ্ধত্য, তোলাবাজি, কাটমানি এবং সিন্ডিকেটকে আর সহ্য করবে না। কারন বাংলার মানুষ এবার 'আসল পরিবর্তন' চায়।"