প্রত্যাঘাতের আশঙ্কায় সরকারের সাথে সমঝোতার পথে চলতে চেয়ে চিঠি মাওবাদীদের - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


প্রত্যাঘাতের আশঙ্কায় সরকারের সাথে সমঝোতার পথে চলতে চেয়ে চিঠি মাওবাদীদের

Share This

প্রত্যাঘাতের আশঙ্কায় সরকারের সাথে সমঝোতার পথে চলতে চেয়ে চিঠি মাওবাদীদের


আজ খবর (বাংলা), বিজাপুর, ছত্তিশগড়, ০৭/০৪/২০২১ : ছত্তিশগড়ে ২৪ সিআরপিএফ জওয়ানদের হত্যা করার পর এবার চাপে পড়ে  মাওবাদীরা সরকারের সাথে সমঝোতার পথে হাঁটতে চাইছে।

নিষিদ্ধ মাওবাদী সংগঠনের তরফ থেকে আজ সরকারের উদ্দেশ্যে একটি খোলা চিঠি দেওয়া হয়েছে, যাতে মাওবাদীরা সরকারের সাথে সমঝোতার পথে চলতে চেয়ে তাদের ইচ্ছাপ্রকাশ করেছে এবং সেইসাথে তাদের হাতে অপহৃত জওয়ানকে মুক্তি দিতে চেয়েছে।  পরিস্কার বোঝা যাচ্ছে, গত সপ্তাহের এনকাউন্টারের পর নিরাপত্তা বাহিনী যে বড়সড় অপারেশন চালাতে পারে  সেই আশঙ্কায়ভুগছে মাওবাদীরা।

মাওবাদীরা তাদের চিঠিতে লিখেছে, "বিজাপুরের সংঘর্ষে মোট ২৪ জন জওয়ান প্রাণ হারিয়েছেন, ৩১ জন জওয়ান আহত হয়েছেন। আপনাদের ১ জন জওয়ান আমাদের হেফাজতে আছেন। পাশাপাশি আমরাও আমাদের পিপলস লিবারেশন গেরিলা আর্মির চার জওয়ানকে হারিয়েছি। আমরা সরকারের সাথে সমঝোতার পথে যেতে প্রস্তুত আছি। এমনকি প্রয়োজনে সরকার কোনো একজনকে মাধ্যস্থতাকারী হিসেবেও নিয়োগ করতে পারে। আমাদের হেফাজতে আপনাদের যে জওয়ান আছেন, তাঁকেও আমরা মুক্তি দিতে চাইছি। কেননা পুলিশের জওয়ান আমাদের শত্রু নয়।"

সিআরপিএফ প্রধান কুলদীপ সিং বলেন, "সেদিন জওয়ানরা search & destroy operation করতে গিয়েছিলেন। মাওবাদীদের এলাকায় বাহিনী ৩রা এপ্রিল প্রবেশ করেছিল এবং পরের দিন সেখানে সার্চ অপারেশন চালিয়েছিল। তাঁরা যখন সার্চ অপারেশ করে ফিরে আসছিলেন, তখন মাওবাদীরা লুকিয়ে থেকে জওয়ানদের ওপর ঝাঁপিয়ে পড়ে।  জওয়ানদের ওপর লাগাতার গুলি বর্ষণ করতে থাকে। এমনকি গ্রেনেডও ছুঁড়তে থাকে। ওদের কাছে প্রচুর পরিমাণে লাইট মেশিনগান ছাড়াও অন্যান্য অত্যাধুনিক অস্ত্রশস্ত্র ছিল। সেদিন জওয়ানদের ওপর প্রায় ৭০০-৭৫০ মাওবাদীরা অস্ত্র নিয়ে হামলা চালিয়েছিল। ওই অবস্থাতেই বাহিনীর জওয়ানরা তাদের সাথে লড়াই করে এবং ওদের এমবুশ  উড়িয়ে দেয়।জওয়ানরা সেদিন আক্রমনের মুখে পড়েও  লড়াই চালিয়ে গিয়েছিল, নিজেদের অস্ত্রশস্ত্র না খুইয়ে আহত সঙ্গীদের নিরাপদে উদ্ধার করে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছিল।"

কুলদীপ সিং আরও জানান, "মাওবাদীরা বলেছে ওদের ৪ লিবারেশন কমান্ডো  সহ মোট ২৮ জনের মৃত্যু হয়েছে, কিন্তু প্রকৃত সংখ্যাটা তারা প্রকাশ করতে চাইছে না। সে সংখ্যাটা আসলে অনেকটা বেশি।" কিন্তু মাওবাদীরা যে বলছে তাদের হেফাজতে একজন জওয়ান আটক রয়েছেন ? সিআরপিএফ-এর ডিজি কুলদীপ সিং বলেন, "এখনো পর্যন্ত আমাদের এক জওয়ান নিখোঁজ আছেন, তাঁর নাম রাকেশ্বর সিং মানহাস।  শুনতে পাচ্ছি, তিনি নাকি মাওবাদীদের হেফাজতে আছেন, আমরা পুরো বিষয়টি খোঁজ নিয়ে দেখছি এবং সেই মত ব্যবস্থা গ্রহণ করতে চলেছি। "

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages