দক্ষিণ ২৪ পরগনা থেকে উদ্ধার ৪১টি বোমা - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


দক্ষিণ ২৪ পরগনা থেকে উদ্ধার ৪১টি বোমা

Share This

দক্ষিণ ২৪ পরগনা থেকে উদ্ধার ৪১টি বোমা


আজ খবর (বাংলা), ভাঙড়, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ, ০৩/০৪/২০২১ : রাজ্যে তৃতীয় দফার ভোটের আগেই দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় থানা অন্তর্গত পদ্মপুলুর এলাকা থেকে ৪১টি বোমা উদ্ধার করা হল।

সূত্র মারফত জানা গিয়েছে, ভাঙড় থানার উদ্যোগে আজ পদ্মপুকুর এলাকায় প্রাণগঞ্জ গ্রাম পঞ্চায়েতের একটি এলাকা থেকে পুলিশ ৪১টি বোমা উদ্ধার করেছে। এই বোমাগুলি কয়েকটি বস্তার মধ্যে করে একটি ঝোপের মধ্যে লুকিয়ে রাখা হয়েছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ গতকাল ওই বোমাগুলিকে উদ্ধার করেছে। এই ব্যাপারে পুলিশ একটি তদন্ত শুরু করেছে, তবে এখনো পর্যন্ত কাউকেই গ্রেপ্তার করা হয় নি। পুলিশ ওই এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছে।

রাজ্যে দ্বিতীয় দফার ভোট হয়ে গিয়েছে। আরও ছয় দফা ভোট বাকি রয়েছ। সেই উপলক্ষে রাজনৈতিক দলগুলি প্রচারের ঝড় তুলতে শুরু করেছে রাজ্যের বিভিন্ন জায়গায়। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই রাজ্যে এসেছেন, তিনি আজ হরিপালে একটি জনসভা করছেন। একই সময়ে কাছাকাছি তারকেশ্বরে আর একটি জনসভা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবার আজ উলুবেড়িয়ায় জনসভা করে আজ ফলতায় আরও একটি জনসভা করছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।


Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages