ছত্তিশগড়ে মাওবাদীদের সাথে সংঘর্ষে শহীদ ২২ জওয়ান, আহত ৩২ - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


ছত্তিশগড়ে মাওবাদীদের সাথে সংঘর্ষে শহীদ ২২ জওয়ান, আহত ৩২

Share This

ছত্তিশগড়ে মাওবাদীদের সাথে সংঘর্ষে শহীদ ২২ জওয়ান, আহত ৩২


আজ খবর (বাংলা), রায়পুর, ছত্তিশগড়, ০৪/০৪/২০২১ :  মাওবাদীদের সাথে সংঘর্ষে মৃত ২২ জওয়ান। আহত হয়েছেন ৩২ জন, প্রাথমিক খবর অনুযায় নিখোঁজ রয়েছেন এক জওয়ান। আজ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কথা বললেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীর সাথে।

গত পরশু (শুক্রবার) রাতে ছত্তিশগড়ের রাজধানী রায়পুর থেকে ৫০০ কিলোমিটার দূরে সুকমা জেলার পশ্চিম বস্তার অরণ্যে  জোনাগুগ্রামের কাছে টহলদারী কাজ করছিল সিআরপিএফ। সেই সময় মাওবাদীদের পিপলস লিবারেশন গেরিলা আর্মির একটি দল সিআরপিএফকে আক্রমন করে। এরপর ২০০০ জনের নিরাপত্তা বাহিনী বড়সড় অভিযান চালাতে অরণ্যে প্রবেশ করলে মাওবাদীদের সাথে তাদের গুলির লড়াই বেঁধে যায়। সেই লড়াই রীতিমত যুদ্ধের আকার নেয়। শুক্রবার সারারাত এবং শনিবারেও সেখানে এনকাউন্টার চলে।

প্রাথমিকভাবে যা খবর পাওয়া গিয়েছে, তাতে মাওবাদীদের সাথে সংঘর্ষে সিআরপিএফ-এর ২২ জন জওয়ান নিহত হয়েছেন এবং ৩২ জন আহত হয়েছেন। ওই অভিযানে সিআরপিএফ-এর এলিট কমান্ডো বা কোবরা বাহিনীও ছিল। পুলিশ সূত্রে জানা গিয়েছে,  মাওবাদীদের তরফেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, যদিও একজন মাওবাদী মহিলা ছাড়া আর কারোর মৃতদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করা যায় নি।

এই বিষয়টি নিয়ে আজ সকালে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কথা বলেছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভুপেশ বাঘেলের সাথে। স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে সিআরপিএফ-এর ডিরেক্টর জেনারেল কুলদীপ সিং ছত্তিশগড়ে পৌঁছে গিয়েছেন। মাওবাদীদের সাথে এনকাউন্টারের ঘটনায় এখনো পর্যন্ত নিরাপত্তা বাহিনীর মোট ২১ জন জওয়ান নিখোঁজ আছেন বলে শেষ পাওয়া খবরে জানা যাচ্ছে। যার মধ্যে ৭ জন সিআরপিএফ-এর।

অমিত শাহ একটি টুইটবার্তায় জানিয়েছেন, "যাঁরা দেশের জন্যে সর্বোচ্য বলিদান দিয়ে শহীদ হলেন, তাঁদের প্রতি আমার মাথা শ্রদ্ধায় অবনত হয়ে আসছে। তাঁদের এই আত্মত্যাগ দেশ কোনোদিন ভুলবে না। তাঁদের পরিবারের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। দেশের মধ্যেই এই শান্তির শত্রুদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ জারি থাকবে।" 

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages