আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, ০৩/০৪/২০২১ : বিজেপির হয়ে ভোটের প্রচার করতে আজ ফের পশ্চিমবঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ তিনি এই রাজ্যে দুটি জনসভা করবেন।
রাজ্যে দ্বিতীয় দফার ভোট পর্ব মিটেছে। এবার বাকি ছয় দফার ভোটের প্রস্তুতিতে ঝড় তুলতে চাইছে গেরুয়া শিবির। এক সপ্তাহেই একাধিকবার পশ্চিমবঙ্গ সফরে আসতে দেখা যাচ্ছে নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে। তাঁরা রাজ্যে এসে অংশগ্রহণ করছেন বিভিন্ন রোড শো এবং জনসভায়। এমনকি রাজ্যের বিভিন্ন প্রান্তে হেলিকপ্টারে করে ঘুরেও তিন চারটি জনসভা এবং রোড শোতে অংশ নিচ্ছেন প্রচন্ড গরমকে উপেক্ষা করেই। আর সেইসঙ্গে রাজ্য বিজেপির কর্মী সমর্থকদের উজ্জীবিত করার কাজটাও করে যাচ্ছেন।
গতকালই স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ রাজ্যে এসে একাধিক জনসভা করে গিয়েছেন। এক দিনেই উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে প্রচার চালিয়ে গিয়েছেন। আর আজ ফের বঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি আজ প্রথমে হরিপালের নন্দকুঠি মাঠে জনসভা করবেন। তারপর বিকেল সাড়ে ছাড়তে নাগাদ তিনি সোনারপুরের আরাপানছ মাঠে আর একটি জনসভা কাবেন বলে জানা গিয়েছে। আজ এই রাজ্যে বিজেপি নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার আসার কথা ছিল, তাঁরও একটি রোড শোয়ে অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু কোনো কারনে তাঁর এই সফর বাতিল করা হয়েছে।