২য় দফায় ৮০%এর চেয়েও বেশি ভোট পড়েছে, প্রস্তুতি শুরু ৩য় দফার - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


২য় দফায় ৮০%এর চেয়েও বেশি ভোট পড়েছে, প্রস্তুতি শুরু ৩য় দফার

Share This

২য় দফায় ৮০%এর চেয়েও বেশি ভোট পড়েছে, প্রস্তুতি শুরু ৩য় দফার


আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, ০১/০৪/২০২১ :  দ্বিতীয় দফায় রাজ্যে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত ৮০%এর চেয়েও বেশি ভোট পড়ল। এবার প্রস্তুতি শুরু ৩য় দফার। 

পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা নিয়ে আজ পশ্চিমবঙ্গে ৩০টি বিধানসভা কেন্দ্রে নির্বাচন ছিল। বিকেল সাড়ে পাঁচটার সময় দেখা যায় পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফায় ভোট পড়েছে ৮০.৪৩%;  প্রথম দফায় ভোট পড়েছিল ৭৯.৭৯% ; দ্বিতীয় দফায় প্রথম দফার চেয়েও বেশি ভোট পড়েছে বলে জানা গিয়েছে। পশ্চিমবঙ্গের কতুলপুরে সর্বাধিক ভোট পড়েছে, সেখান ভোটদানের হার ৮৭.২১%, আর যেদিকে সকলের নজর ছিল, সেই নন্দীগ্রামে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত ভোট পড়েছে ৮০.৭৯%;  আজকের ভোটে রাজ্যের মোট ১৭১ জন ভোট প্রার্থীর ভাগ্য ইভিএম বন্দী হয়ে থাকবে। তার মধ্যে রয়েছেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। 

আজ সকাল ৭টা নাগাদ নিজের ভোট দিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি ভোট দেওয়ার পরেই নন্দীগ্রামের বিভিন্ন বুথে পর্যবেক্ষণ শুরু করে দিয়েছিলেন। বিভিন্ন বুথে পর্যবেক্ষণ করেছেন তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তবে নন্দীগ্রামের বয়ালের ৭ নম্বর বুথে তিনি গেলে তাঁকে ঘিরে ধরে বিজেপি সমর্থকেরা 'জয় শ্রীরাম' স্লোগান দিতে থাকেন, যা নিয়ে ঘটনাস্থলে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছিল। প্রায় ঘণ্টা দুয়েক ওই বুথে থাকার পর মমতা ঘটনাস্থল ত্যাগ করেছিলেন, তারপরেই সেখানে হাজির হয়েছিলেন শুভেন্দু অধিকারী।  আজ দ্বিতীয় দফার ভোটে কয়েকটি জায়গায় বিচ্ছিন্ন অশান্তির খবর পাওয়া গিয়েছে। মিডিয়ার একটি গাড়িতে ভাংচুরের ঘটনাও ঘটেছে বলে জানা গিয়েছে। 

পশ্চিমবঙ্গে তৃতীয় দফার ভোট হতে চলেছে ৬ই এপ্রিল তারিখে। সেদিন মোট ৩১টি বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে।  আগামী ৬ তারিখে দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি, মন্দিরবাজার, জয়নগর, বারুইপুর পূর্ব, ক্যানিং পশ্চিম, ক্যানিং পূর্ব, বারুইপুর পশ্চিম, মগরাহাট পূর্ব, মগরাহাট পশ্চিম, ডায়মন্ড হারবার, ফলতা, সাতগাছিয়া ও বিষ্ণুপুর কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে. হাওড়া জেলার উলুবেড়িয়া উত্তর, উলুবেড়িয়া দক্ষিণ, শ্যামপুর, বাগনান, আমতা, উদয়নারায়ণপুর এবং জগৎবল্লভপুর কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। এছাড়া হুগলি জেলার জাঙ্গিপাড়া, হরিপাল, ধনেখালি, তারকেশ্বর, পুড়শুড়া, আরামবাগ, গোঘাট ও খানাকুলে ভোট গ্রহণ করা হবে। পশ্চিমবঙ্গে ভোটের ফল প্রকাশ করা হবে আগামী মে মাসের ২ তারিখে। 

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages