আজ খবর (বাংলা), শ্রীনগর, জম্মু ও কাশ্মীর, ভারত, ১২/০৪/২০২১ : জম্মু ও কাশ্মীরের বেশ কিছু জায়গায় আক্রমনের জন্যে মসজিদগুলিকে অপব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ তুললেন কাশ্মীর পুলিশের আইজি বিজয় কুমার।
কাশ্মীর পুলিশ সূত্রে জানা গিয়েছে জম্মু ও কাশ্মীরের সোপোর, পাম্পোর এবং সোপিয়ান অঞ্চলে জঙ্গীরা স্থানীয় মসজিদগুলিকে ঢাল হিসেবে ব্যবহার করছে। ২০২০ সালের ১৯শে জুন পাম্পরের মসজিদ, ২০২০ সালের ১লা জুলাই সোপোরের মসজিদ এবং ২০২১ সালের ৯ই এপ্রিল সোপিয়ানের মসজিদকে আশ্রয় করেই আক্রমন চালিয়েছিল জঙ্গীরা।একই তথ্য দিয়েছেন কাশ্মীর পুলিশের আইজি বিজয় কুমারও।
কাশ্মীর পুলিশের আইজি বিজয় কুমার বলেছেন, "কাশ্মীরের কিছু জায়গায় মসজিদগুলিকে অপব্যবহার করেই জঙ্গীরা নানাভাবে আক্রমন চালানোর চেষ্টা করছে। এক্ষেত্রেই মসজিদের মত পবিত্র জায়গাগুলিকে যেভাবে অপব্যাহার করা হচ্ছে তার প্রতিবাদে মসজিদ ইন্তিজামিয়া, সিভিল সোসাইটি, মিডিয়া এবং সাধারণ মানুষের উচিত প্রবলভাবে এর প্রতিবাদ করা। নাহলে এই ধরনের ঘটেনা ভবিষ্যতে বেড়ে যাবে।'
গত ৯ই এপ্রিল নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষের সময় জঙ্গীরা সোপিয়ানের একটি মসজিদে গিয়ে লুকিয়ে পড়েছিল। ওই ঘটনায় মোট ৫ জঙ্গীকে নিকেশ করা হয়েছিল। ২০২০ সালের ১৯শে জুন পাম্পোরে নিরাপত্তা বাহিনীর সাথে আর একটি সংঘর্ষের সময় জঙ্গীরা স্থানীয় জামিয়া মসজিদের ভিতরে গিয়ে লুকিয়েছিল। সেই সংঘর্ষেও ৩ জঙ্গীর মৃত্যু হয়েছিল। চলতি বছরের ১লা জুলাই সোপোরে নিরাপত্তা বাহনীর সাথে অপর একটি সংঘর্ষের সময় জঙ্গীরা স্থানীয় একটি মসজিদে আশ্রয় নিয়েছিল। ওই সংঘর্ষে একজন জওয়ান ও একজন সাধারণ মানুষের মৃত্যু হয়েছিল। তিনজন গুরুতরভাবে আহতও হয়েছিলেন।