সবচেয়ে বেশি ভোট হরিহরপাড়ায়, কম ভোট জোড়াসাঁকোতে - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


সবচেয়ে বেশি ভোট হরিহরপাড়ায়, কম ভোট জোড়াসাঁকোতে

Share This

সবচেয়ে বেশি ভোট হরিহরপাড়ায়, কম ভোট জোড়াসাঁকোতে


আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, ২৯/০৪/২০২১ : আজ পশ্চিমবঙ্গে মোট আট দফার বিধানসভা নির্বাচন পর্ব শেষ হল। আগামী মে মাসের ২ তারিখে সকাল থেকেই গণনা শুরু হয়ে যাবে। ওই দিনেই জানা যাবে কোন রাজনৈতিক দলের ওপর ভরসা রেখেছেন রাজ্যবাসী।

আজ অষ্টম দফায় মালদহ, মুর্শিদাবাদ, বীরভূম এবং উত্তর কলকাতায় নির্বাচন সম্পন্ন করা হয়েছে। সকাল ৭টায়  ভোট গ্রহণ শুরু করা হয়েছিল, যা শেষ হয়েছে বিকেল সাড়ে ৬টা  নাগাদ। আজ বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত ৭৬.০৭% ভোট পড়েছে বলে জানা গিয়েছে। তবে এর মধ্যে বীরভূমে সবচেয়ে বেশি ভোট পড়েছে, বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত বীরভূমে ৮১.৮২% ভোট পড়েছে বলে জানা গিয়েছে।

বিধানসভাকেন্দ্র হিসেবে ধরলে অষ্টম দফায় মুর্শিদাবাদের হরিহরপাড়ায় সবচেয়ে বেশি ভোট পড়েছে, এখানে ৮৪.১৯% ভোট পড়েছে। এর পরেই সবচেয়ে বেশি ভোট পড়েছে বীরভূমের লাভপুর বিধানসভা কেন্দ্রে, সেখানে ভোট পড়েছে ৮৪.০৩% ভোট, তবে বিধানসভাকেন্দ্র অনুযায়ী সবচেয়ে কম ভোট পড়েছে উত্তর কলকাতার জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্রে, সেখানে মোট ভোট পড়েছে ৪৮.৪৫% ভোট।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages