আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ভারত, ০১/০৪/২০২১ : সুপারস্টার রজনীকান্ত এবার 'দাদাসাহেব ফালকে' পুরস্কার পেতে চলেছেন। আমাদের দেশে ফিল্ম জগতের সর্বোচ্চ পুরস্কার হল এই দাদাসাহেব ফালকে পুরস্কার।
সারা জীবন দেশের ফিল্ম ইন্ডাস্ট্রিকে অনেক কিছুই দিয়েছেন রজনীকান্ত। তাঁর সমৃদ্ধ অভিনয় এবং অভিনয় করার সময় বেশ কিছু স্টাইলের অভিনবত্ব তামাম সিনেপ্রেমী মানুষকে পুলকিত করেছে বহু দশক ধরে। বিনোদনের বেতাজ বাদশা ছিলেন তিনি। স্বাভাবিকভাবেই তিনি দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন শুনে যারপরনাই খুশী হয়েছে রজনীকান্তের তামাম ভক্তকুল। সোশ্যাল মিডিয়াতেও রাজনীকে শুভেচ্ছার বন্যা বইয়ে দিয়েছেন ভক্তেরা। এই ব্যাপারে আপ্লুত সুপারস্টার নিজেও।
আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাদাসাহেব ফালকে পুরস্কার প্রাপক হিসেবে মনোনীত হওয়ার জন্য রজনীকান্তকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “প্রজন্মের পর প্রজন্ম জুড়ে জনপ্রিয়, খুব কম মানুষই এধরণের কাজ করতে পারেন, নানা ভুমিকায় অভিনয়, জনপ্রিয় ব্যক্তিত্ব...... আর তিনিই হলেন শ্রী রজনীকান্তজি। এটি দারুণ খুশির খবর যে 'থ্যালাইভা'কে দাদাসাহেব ফালকে পুরস্কার দেওয়া হবে। তাঁকে অভিনন্দন জানাই। “