আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ভারত, ০২/০৪/২০২১ : প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থার (ডিআরডিও) পরীক্ষাগারের অঙ্গ হিসাবে কানপুরের প্রতিরক্ষা সরঞ্জাম ও স্টোর গবেষণা ও উন্নয়ন প্রতিষ্ঠান (ডিএমএসআরডিই) ৯ কিলো ওজনের একটি বুলেট প্রুফ জ্যাকেট তৈরি করেছে। ভারতীয় সেনাবাহিনীর গুণমানসম্পন্ন চাহিদা অনুযায়ী এই জ্যাকেট তৈরি করা হয়েছে।
এই জ্যাকেটটি চন্ডীগড়ের টার্মিনাল ব্যালেস্টিক রিসার্চ ল্যাবরেটরিতে পরীক্ষা করা হয়েছে। নতুন ধরনের জ্যাকেটটি পরিধান করলে কাঁধে কোনও সমস্যা হবে না। আগে বুলেট প্রুফ জ্যাকেটের ওজন ১০.৪ কিলোগ্রাম। এখন তা কমিয়ে ৯ কিলোগ্রাম করা হয়েছে। এই জ্যাকটটি তৈরি করতে সুনির্দিষ্ট সামগ্রী এবং পরীক্ষাগারে তৈরি অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং এই উপলক্ষে ডিআরডিও-র বিজ্ঞানীদের ধন্যবাদ জানিয়েছেন। প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন দপ্তরের সচিব এবং ডিআরডিও-র চেয়ারম্যান ডঃ জি সতীশ রেড্ডিও ডিএমএসআরডিই-র দলটিকে শুভেচ্ছা জানিয়েছেন।