দুর্গাপুরে আক্রান্ত বিজেপি, মাথাভাঙায় তৃণমূল, ভোট যুদ্ধে উত্তপ্ত রাজ্য - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


দুর্গাপুরে আক্রান্ত বিজেপি, মাথাভাঙায় তৃণমূল, ভোট যুদ্ধে উত্তপ্ত রাজ্য

Share This

দুর্গাপুরে আক্রান্ত বিজেপি, মাথাভাঙায় তৃণমূল, ভোট  যুদ্ধে উত্তপ্ত রাজ্য
দুর্গাপুরে বিজেপি অফিসে ভাংচুর 


আজ খবর (বাংলা), দুর্গাপুর, পশ্চিম বর্ধমান, ০৯/০৪/২০২১ : দুর্গাপুরের একটি বিজেপি পার্টি অফিস ভেঙে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। গতকাল এই ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের বসুধা এলাকায়। আবার বিজেপি কর্মীরা তাঁদের আক্রমন করেছেন বলে অভিযোগ করেছেন মাথাভাঙ্গার তৃণমূল কর্মীরা।

রাজ্যে বিধানসভা নির্বাচন নিয়ে রাজনীতির ময়দান ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। আগামীকাল রাজ্যে চতুর্থ দফার ভোট রয়েছে। তার আগেই গতকাল দুর্গাপুরের বসুধা এলাকায় বিজেপির একটি কার্যালয়ে আক্রমন চালিয়েছে বলে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে অভিযোগের আঙ্গুল তুলেছে। 

স্থানীয় বিজেপির তরফ থেকে অভিযোগ করে বলা হয়েছে, "তৃণমূল আশ্রিত দুকৃতিরা আমাদের কার্যালয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর চালিয়েছে। কার্যালয়ের ভিতের ঢুকে তারা রীতিমত তছনছ করে দিয়েছে সব কিছু। আসবাবপত্র ভাংচুর করেছে এবং জিনিসপত্র ছুঁড়ে বাইরে ফেলে দিয়েছে। কিন্তু এভাবে বিজেপিকে আটকানো যাবে না। আমাদের অগ্রগতি থামানো যাবে না। মানুষ আমাদের সাথেই  রয়েছে।" দুর্গাপুরে ভোট রয়েছে আগামী ২৬ তারিখে। 

এদিকে আবার গতকাল কোচবিহারে অপর একটি ঘটনায় তৃণমূলের কর্মীদের ওপর বিজেপি কর্মীরা আক্রমন চালিয়েছে বাল অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা। তৃণমূল কর্মীদের ওপর আক্রমনের এই ঘটনাটি ঘটেছে কোচবিহারের মাথাভাঙ্গা শহরে। পশ্চিমবঙ্গে এখন আট দফার বিধানসভা নির্বাচন চলছে। এখনো পর্যন্ত ৩ দফার ভোট করা হয়েছে, বাকি আছে আরও ৫ দফার ভোট।  কিন্তু ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলির মধ্যে হিংসার ঝুরি ঝুরি অভিযোগ এবং পাল্টা অভিযোগের অসংখ্য ঘটনার সাক্ষী থেকেছেন রাজ্যবাসী। আগামী মে মাসের ২ তারিখে বিধানসভা নির্বাচনের গণনা এবং ফল প্রকাশ করা হবে। 

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages