আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ,০৭/০৪/২০২১ : এবার কলকাতা থেকে পাঞ্জাবের অমৃতসর পর্যন্ত যাওয়ার জন্যে একটি নতুন ট্রেন দিল ভারতীয় রেল।
যাত্রীদের সুবিধার্থে কলকাতা ও অমৃতসরের মধ্যে একটি বিশেষ ট্রেন চালানো হবে। আগামী ১৮ এপ্রিল থেকে ৩০ জুনের মধ্যে প্রতি রবিবার ও বুধ সকাল ৭টা ৪০ মিনিটে কলকাতা থেকে ০২৩১৭ কলকাতা-অমৃতসর বিশেষ ট্রেনটি ছাড়বে। পরদিন, বিকেল ৫টা ২০ মিনিটে অমৃতসর পৌঁছবে। অন্যদিকে, ২০ এপ্রিল থেকে ২ জুলাইয়ের মধ্যে প্রতি মঙ্গল ও শুক্রবার ০২৩১৮ অমৃতসর – কলকাতা বিশেষ ট্রেন ভোর ৫টা ৫৫ মিনিটে অমৃতসর থেকে ছাড়বে এবং পরদিন দুপুর ২টো ৪৫ মিনিটে কলকাতায় এসে পৌঁছবে।
যাত্রাপথে এই ট্রেনটি আসানসোল, মধুপুর, ঝাঁসি, ঝাঝা, কিউল, মোকামা জংশন, পাটনা সাহিব, পাটনা, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন, বারাণসী, সুলতানপুর, লক্ষ্ণৌ, বারেলি, মোরাদাবাদ, নাজিবাবাদ জংশন, সাহরানপুর জংশন, অম্বালা ক্যান্টনমেন্ট, সিরহিন্দ জংশন, লুধিয়ানা, জলন্ধর সিটি এবং বিয়াস স্টেশনে দাঁড়াবে। এই ট্রেনের টিকিং বুকিং-এর জন্য খুব শীঘ্রই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।