আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, ০৪/০৪/২০২১ : পশ্চিমবঙ্গে তৃতীয় দফার ভোটের আগে রাজ্য সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।
কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেন, "যেভাবে প্রথম দুই দফার ভোটে অগণিত মানুষ বিজেপিকে সমর্থন জানিয়েছেন, এইসব দেখে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ঘাবড়ে গিয়েছেন। তৃতীয় দফাতেও এই বিপুল সমর্থন বিজেপি পাবে, এই জন্যেই মুখ্যমন্ত্রী কটু বাক্যের প্রয়োগ করছেন। উনি আসলে ভয় পেয়ে গিয়েছেন। উনি জয় শ্রীরাম স্লোগানকে ভয় পেয়েছেন, আর মুসলিম ভোটের দিকে তাকিয়ে আছেন। ওঁর এই নীতির জন্যেই রাজ্যে দুই সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা বাড়ছে।"
মমতা বন্দ্যোপাধ্যায়ের চন্ডিপাঠকে কটাক্ষ করে ধর্মেন্দ্র প্রধান বলেন, "উনি (মমতা), চন্ডীপাঠ করছেন, আবার কলমাও পড়ছেন। আবার মুখে শিখ, জৈন এবং বৌদ্ধদের কথাও বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ৱ্যালির দিকে তাকিয়ে দেখুন, তাঁর রাজনীতির দিকে তাকিয়ে দেখুন। তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের মা। তিনি বাংলার সংস্কৃতকে বিনষ্ট করছেন।সমাজের ভারসাম্য তিনি নষ্ট করে দিচ্ছেন। যদিও তিনি এই কাজে সফল হবেন না।"
দেশের পেট্রোলিয়াম মন্ত্রীকে সাংবাদিকরা জিগ্যাসা করেন, কেন দেশে পেট্রোল, ডিজেলের দাম বেড়ে গেল ? তার উত্তরে ধর্মেন্দ্র প্রধান বলেন, "আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমে গিয়েছে। তাই এবার আমাদের দেশেও তেলের দাম পড়তে শুরু করেছে। আমরাও চেষ্টা করছি পেট্রোল বা ডিজেলের দাম কমে যায়।"