আজ খবর (বাংলা), উলুবেড়িয়া, হাওড়া, পশ্চিমবঙ্গ, ০৩/০৪/২০২১ : আজ উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী মা প্রত্যুষ মন্ডলের সমর্থনে উলুবেড়িয়া পৌরসভার সামনে বিজেপির কার্যালয় থেকে এক বিরাট বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
উক্ত শোভাযাত্রায় উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী উওর প্রদেশের মূখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।এই রোড শো অনুষ্ঠানে উপস্থিত মানুষের সংখ্যা ছিল চোখে পড়ার মতো। শোভাযাত্রা শেষে যোগী আদিত্যনাথ উলুবেড়িয়া কালিবাড়িতে বিজেপি প্রার্থী প্রত্যুষ মণ্ডলকে সঙ্গে নিয়ে পূজাও দেন।প্রসঙ্গত গত ১লা এপ্রিল উলুবেড়িয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে এসে হাওড়া গ্রামীণ জেলার বিজেপির প্রতিটি প্রার্থীর প্রচার করেই গেছেন। আজ আবারও যোগী আদিত্যনাথ উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রে রোড শো অনুষ্ঠানে যেভাবে প্রার্থীর প্রচারে পা মেলালেন তা হাওড়া গ্রামীণ জেলার সবথেকে হাইভোলটেজ এই উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রে শাসক শিবিরকে যে যথেষ্টই বেগ পেতে হবে সেটা মোটামুটি আনফ্যাজ করা যায়.
যদিও কয়েকদিন আগে উলুবেড়িয়ায় প্রচার চলাকালীন উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রত্যুষ মণ্ডল গুরুত্বপূর্ণ এই কেন্দ্রে ত্রিমুখী লড়াই প্রসঙ্গে আমাদের প্রতিনিধিকে জানিয়েছিলেন, "এই কেন্দ্রে ত্রিমুখী লড়াই,চতুর্মুখী লড়াই কিংবা বহুমুখী লড়াই হবে কিনা সেটা জানিনা, শুধু এটাই বলতে পারি এখানে তৃণমূল তৃতীয় আর অন্য দল দ্বিতীয়!আমরা বিজেপি এখানে প্রথমেই আছি!" এককথায় বলতে গেলে তৃণমূল কংগ্রেসকে তৃতীয় স্থানে রেখে বিজেপির সঙ্গে এখানে সংযুক্ত মোর্চার লড়াই হতে চলেছে বলে অভিমত পোষন করেছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল !