আজ খবর (বাংলা), গুয়াহাটি, আসাম, ০৬/০৪/২০২১ : গতকাল রাতে ভুমিকম্পে কেঁপে ওঠার পর আজ ভোর রাত্রে ফের কেঁপে উঠল আসামের বেশ কিছু জায়গা।
গতকাল ৮টা ৪৯ মিনিটে ভূমিকম্পে কেঁপে উঠেছিল উত্তরবঙ্গের বিস্তীর্ন অঞ্চল। উত্তরবঙ্গের শিলিগুড়ি সহ দার্জিলিং জেলা, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর, এমনকি মালদহ জেলা পর্যন্ত ভূমিকম্পে কেঁপে উঠেছিল। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৪; গতকাল রাত্রে ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল সিকিম এবং নেপাল সীমান্তে। সিকিমে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.১ বলে জানা গিয়েছে।
আজ ভোর রাতে ৩:৪২ মিনিটে আসামের তিনসুকিয়া অঞ্চলে ফের ভূকম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ২.৭; গতকাল যে ভূমিকম্প হয়েছিল তার জেরে ভারতের চার রাজ্যে প্ৰভাৱ পড়েছে। এই রাজ্যগুলি হল সিকিম, পশ্চিমবঙ্গ, বিহার ও আসাম। এই ব্যাপারে এই চার রাজ্যের সাথেই প্রধানমন্ত্রীর দপ্তর যোগাযোগ রাখছে বলে জানা গিয়েছে।