দিদি, কয়লা ধুলেই ময়লা যায় না : মোদী - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


দিদি, কয়লা ধুলেই ময়লা যায় না : মোদী

Share This

দিদি, কয়লা ধুলেই ময়লা যায় না : মোদী


আজ খবর (বাংলা), আসানসোল, পশ্চিম বর্ধমান, ১৭/০৪/২০২১ : আজ আসানসোলে ভোটের প্রচার করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আগাগোড়া আক্রমন শানিয়ে  গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

জনসভা থেকে মোদী বলেন, "দিদি কয়লা ধুলেই ময়লা যায় না। যে অবস্থা আপনি এই রাজ্যের করেছেন, তা আপনি কোনোদিনও পরিস্কার করতে পারবেন না। আপনার রাজ্যে সর্বত্র মাফিয়ায় ভর্তি হয়ে আছে। কিন্তু বাংলায় এবার আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। গত ১০ বছর ধরে আপনি রাজ্যের মানুষের সাথে প্রতারণা করেছেন। দিদি যদি সাধারণ মানুষের কথা ভাবতেন, তাহলে এভাবে তোলাবাজি, সিন্ডিকেট চলতে দিতেন ।"

মোদী বলেন, "দিদির অহংবোধ সব সীমা ছাড়িয়ে গিয়েছে। তিনি নিজেকে দেশের সংবিধানের চেয়েও ঊর্র্ধে মনে করতে শুরু করেছেন। দিদি বাংলায় এমন পরিস্থিতি তৈরি করেছেন, যে কেউ তাঁর বিরোধিতা করলে তাকে মুছে যেতে হবে।কেন্দ্রের কোনো প্রকল্পই  তিনি এই রাজ্যের জন্যে চালু করতে দেন নি। .কেন্দ্রের ডাকা কোনো বৈঠকেও তিনি থাকেন না।. এবার ভোটে দিদির গুন্ডাগিরি একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে। মানুষ এবার স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন। তাই দিদি ভীষণ ক্ষেপে গিয়েছেন।" 

জনসভা থেকে মোদী বলেন, "দিদি, ও দিদি, আপনি যতই চক্রান্ত করুন, এবার বাংলার মানুষই আপনার বিরুদ্ধে চলে গিয়েছে। এবার বাংলার মানুষ আপনাকে একটা সার্টিফিকেট দিয়ে দেবে, সেই সার্টিফিকেট সারাজীবন আপনি নিজের ঘরে টাঙ্গিয়ে রেখে দেবেন। আর সেটা হল 'প্রাক্তন মুখ্যমন্ত্রীর' সার্টিফিকেট। আপনার দুর্নীতি নিয়ে বাংলার মানুষ তিতিবিরক্ত হয়ে উঠেছে। আপনার উদ্দেশ্য নিয়েই অনেকে সন্দেহ প্রকাশ করছে। কিন্তু এবার আসছে পদ্ম সরকার। বিজেপি সরকার রাজ্যের মানুষকে কথা দিচ্ছে, এই রাজ্যের প্রতিটা ধর্ম ও সম্প্রদায়ের মেয়েদের সুরক্ষা নিশ্চিত করবে।  সেই জন্যেই এই রাজ্যে চাই আসল পরিবর্তন।"

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages