ভোটের আগেই করোনা আক্রান্ত মাটিগাড়ার বিজেপি প্রার্থী - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


ভোটের আগেই করোনা আক্রান্ত মাটিগাড়ার বিজেপি প্রার্থী

Share This

ভোটের আগেই করোনা আক্রান্ত মাটিগাড়ার বিজেপি প্রার্থী
ভোটে প্রার্থী হয়ে মা কালীর কাছে প্রার্থনা করেছিলেন আনন্দময় বর্মন 


আজ খবর (বাংলা), মাটিগাড়া, দার্জিলিং, পশ্চিমবঙ্গ, ১২/০৪/২০২১ : আর কিছুদিন বাদেই ভোট রয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায়, আর তার আগেই মাটিগাড়ার বিজেপি প্রার্থী করোনা ভাইরাসে আক্রান্ত হলেন।

রাজ্যে তৃতীয় দফার ভোট হয়ে গিয়েছে, এবার চতুর্থ দফার ভোটের জন্যে প্রস্তুতি নেওয়ার কাজ চলছে।  উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় রাজনৈতিক দলগুলি প্রচার চালিয়ে যাচ্ছে। তার মধ্যেই দার্জিলিং জেলার মাটিগাড়া বিধানসভাকেন্দ্রের বিজেপি প্রার্থী আনন্দময় বর্মনের করোনা ধরা পড়ল।  এই মুহূর্তে নিজের বাড়িতেই  আইসোলেশন রয়েছেন বিজেপি প্রার্থী আনন্দময় বর্মন।

এদিকে আগামী ১৭ই এপ্রিল মাটিগাড়া কেন্দ্রে নির্বাচন সম্পন্ন করা হবে। এবার নির্বাচন কমিশনের নির্দেশে ভোটের ৭২ ঘণ্টা আগে প্রচারের কাজ শেষ করে ফেলতে হবে। সেক্ষেত্রে মাটিগাড়ায় আর মাত্র দিন কয়েক রয়েছে শেষ মুহূর্তের প্রচার চালানোর জন্যে। এর মধ্যেই প্রার্থী অসুস্থ হয়ে পড়ায় সমস্যায় পড়েছে দল। অবশ্য এই মুহুতে আনন্দময় বর্মনের হয়ে প্রচার চালাচ্ছেন বিজেপির জেলা সভাপতি প্রবীণ আগরওয়াল।

আগামী ১৭ই এপ্রিল তারিখে রাজ্যের পঞ্চম দফার ভোটে মোট ৪৫টি বিধানসভা কেন্দ্রের ভোট নেওয়া হবে। ষষ্ঠ দফার ভোট নেওয়া হবে ২২শে  এপ্রিল, ভোট দেবেন ৪৩টি বিধানসভা কেন্দ্রের ভোটাররা। রাজ্যে সপ্তম দফার ভোট গ্রহণ করা হবে আগামী ২৬শে  এপ্রিল, সেদিন মোট ৩৫টি বিধানসভা কেন্দ্রের ভোট নেওয়া হবে এবং অষ্টম দফায় মোট ৩৫টি বিধানসভা কেন্দ্রের ভোট গ্রহণ করা হবে আগামী ২৯ শে এপ্রিল তারিখে। ভোট গণনা করা হবে আগামী মে মাসের ২ তারিখে। সেদিনই জানা যাবে রাজ্যে ভোটের ফলাফল। 

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages