আজ খবর (বাংলা), হায়দ্রাবাদ, তেলেঙ্গানা, ০২/০৪/২০২১ : হায়দ্রাবাদে খুন হয়ে গেলেন আসউদ্দিন ওয়াইসির দলের এক নেতা। হায়দ্রাবাদ পুলিশ আজ এই খবরের সত্যতা স্বীকার করে নিয়েছে।
হায়দ্রাবাদ পুলিশ সূত্রে জানা গিয়েছে, হায়দ্রাবাদের রাজেন্দ্র নগর থানার একটি জায়গা থেকে মৃত AIMIM নেতা আসাদ খানের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আসাদ খানকে খুন করে ফেলে রেখে যাওয়া হয়েছে। তাঁর মৃতদেহ উদ্ধার করে পুলিশ ময়না তদন্তের জন্যে পাঠিয়েছে। প্রাথমিকভাবে পুলিশের বক্তব্য আসাদের প্রতিপক্ষই তাঁকে খুন করেছে। পুরোন রেষারেষির জেরেই এই হত্যা হয়ে থাকতে পারে।
মিম নেতা আসাদ খানের বিরুদ্ধেও ২০১৮ সালে একটি খুনের মামলা রয়েছে। সেই ঘটনার জেরে আসাদ খানকে গ্রেপ্তারও করা হয়েছিল। কিন্তু সম্প্রতি এই নেতা বাইরে এসেছিলেন। পুলিশ জানিয়েছে, যে ব্যক্তি আসাদ খানকে হত্যা করেছে সেই ব্যক্তি আসাদের প্রতিপক্ষ। এমনকি খুনের গোটা ঘটনা সিসিটিভির ক্যামেরায় ধরাও পড়েছে। পুলিশ এখন সেই সিসিটিভির ফুটেজ এবং অন্যান্য তথ্য নিয়ে তদন্ত শুরু করেছে।