প্রয়াত ফুটবলার প্রণব গাঙ্গুলি, শোক ময়দানে - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


প্রয়াত ফুটবলার প্রণব গাঙ্গুলি, শোক ময়দানে

Share This

প্রয়াত ফুটবলার প্রণব গাঙ্গুলি, শোক ময়দানে
প্রণব গাঙ্গুলি 


আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, ২৪/০৪/২০২১ :  প্রাক্তন বাঙালি ভারতীয় ফুটবলার প্রণব গাঙ্গুলির প্রয়াণে শোক জানালো আল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন।

প্রণব গাঙ্গুলি কলকাতা ময়দানে সবুজ মেরুন জার্সি গায়ে সাত সাতটা বছর কাটিয়েছিলেন মোহনবাগান ক্লাবের গুরুত্ত্বপূর্ন উইঙ্গার হিসেবে। ময়দানে যথেষ্ট খ্যাতনামা ফুটবলার ছিলেন তিনি। ১৯৬৯ এবং ১৯৭১১ সালে বাংলার হয়ে সন্তোষ ট্রফি জিতেছিলেন তিনি। ১৯৬৯ সালে ক্যালকাটা ফুটবল লীগ এবং আইএফএ শীল্ডে ব্যাপক সুনাম অর্জন করেছিলেন প্রণববাবু। এছহারাও ১৯৬৮, ১৯৭০, ১৯৭১ এবং  ১৯৭২ সালের রোভার্স কাপেও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন বাঙালি এই দূরান্ত উইঙ্গার ফুটবলার। ১৯৬৯ সালেই ২রা নভেম্বর মার্ডেকা কাপে বার্মার বিরুদ্ধে কুয়ালালামপুরে ব্লু টাইগার্স এর হয়ে  খেলতে নেমে অসামান্য ফুটবল উপহার দিয়েছিলেন তিনি।

মনে পড়ে  সেই সব দিন !

এআইএফএফ-এর প্রেসিডেন্ট প্রফুল প্যাটেল বলেন, "প্রাণবদা নেই, সেটা ভাবতেই পারছি না; তাঁর মৃত্যুতে আমি গভীর শোক জ্ঞাপন করছি।" জেনারেল সেক্রেটারি কুশল দাস বলেন, "গাঙ্গুলি একজন উইঙ্গার ফুটবলার হিসেবে যথেষ্ট সুনাম অর্জন করেছিলেন। তাঁর প্রায়নে আমি তাঁর পরিবারকে সমবেদনা জানাচ্ছি, তাঁর আত্মার শান্তি কামনা করছি।" প্রাক্তন ফুটবলার প্রণব গাঙ্গুলির প্রয়ানে শোকের চাওয়া নেমে এসেছে কলকাতার ময়দানে।

 


Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages